মালয়েশিয়ায় জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন
|
মান্নান খাঁন, মালয়েশিয়া প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল মালয়েশিয়া শাখার উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের টিটিওয়াংসার আলিশা কর্ণার রেষ্টুরেন্টে শ্রমিক দল মালয়েশিয়া শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শাহ আলম বিন সিরাজের সভাপতিত্বে এবং যুবদল মালেয়েশিয়া শাখার গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি মালয়েশিয়া শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহবুব আলম শাহ্। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শ্রমিকদল মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক মোঃ রাজু ইমান আলি হানিফ, যুবদল মালয়েশিয়া শাখার সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিনহাজ্ব মন্ডল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবদল কুয়ালালামপুর মহানগর শাখার মোঃ মেহেদি হাসান, মোঃ তুহিন শেখ, মোঃ ইসমাইল হোসেন আখন্দ। মসজিদ ইন্ডিয়া যুবদলের মোঃ শামিম উল্লাহ, মোঃ হেলাল সরকার, মোঃ খোকন মিয়া, পনির মাঝি, আল আমিন প্রমুখ।
নারায়নগন্জ জেলা জাতীয়তাবাদী ফোরামের মোঃ আমজাদ হোসেন মৃধা, নবিন দল মালয়েশিয়া শাখার মোঃ হাসেম মোল্লা, মোঃ আজিম হোসেন, মোঃ আব্দুর রহিম, গণতন্ত্র পরিষদ মালয়েশিয়া শাখার মোঃ রফিক, মোঃ রুবেল হোসেন। অনুষ্ঠানের শেষাংশে দোয়া পরিচালনা করেন শ্রমিকদল মালয়েশিয়া শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল বাশার।
|