সোমবার ০৪ নভেম্বর ২০২৪ ১৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

যান চলাচল স্বাভাবিক হয়েছে নিউমার্কেট
প্রকাশ: রবিবার, ১৬ এপ্রিল ২০২৩, ০১:০৪ অপরাহ্ণ

রাজধানীর ঢাকা নিউ সুপার মার্কেট (দক্ষিণ) ভবনে অগ্নিকাণ্ডের ঘটনার পর ওই এলাকায় গাড়ি চলাচল বন্ধ ছিল। তবে রবিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার পর থেকে নিউমার্কেট এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ট্রাফিক জয়নুল আবেদীন এ তথ্য জানান।

ডিসি জয়নুল আবেদীন বলেন, ‘শনিবার ভোরে ঢাকা নিউ সুপার মার্কেট (দক্ষিণ) ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নীলক্ষেত মোড় ও নিউমার্কেট এলাকায় যান চলাচল বন্ধ রাখা হয়। রবিবার সকাল সাড়ে ১০টা থেকে এলাকায় যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।’

এর আগে, শনিবার অগ্নিকাণ্ডের ঘটনার পর ইডেন গেট থেকে সায়েন্স ক্লাব মোড় পর্যন্ত রাস্তা বন্ধ করে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই সময় আজিমপুর থেকে ছেড়ে আসা গাড়ি কাটাবন মোড় হয়ে সাইন্স ক্লাবের পাশ দিয়ে বের হয়।

 







সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ