মঙ্গলবার ০৮ অক্টোবর ২০২৪ ২৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীর বিভিন্ন স্থানে বিএনপির বিক্ষোভ মিছিল-সড়ক অবরোধ
প্রকাশ: বুধবার, ১৫ নভেম্বর ২০২৩, ১১:২২ পূর্বাহ্ণ

পঞ্চম দফার অবরোধের প্রথমদিন সকালে রাজধানীতে সড়ক অবরোধসহ বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিল করতে দেখা যায়।

বুধবার (১৫ নভেম্বর) ভোর সাড়ে ৬টায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে শাহবাগ ও জাতীয় প্রেস ক্লাব এলাকায় পিকেটিং ও সড়ক অবরোধ করেন নেতাকর্মীরা। এসময় শাহবাগ থেকে মিছিল নিয়ে তারা শেরাটন অভিমুখী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

মিছিলে অন্যদের মধ্যে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সাবেক কাউন্সিলর নিলুফার ইয়াসমিন, ছাত্রদল নেতা আউয়াল, যুবদল নেতা সোহেল আহমেদ, ছাত্রদলের লোহানি, সুমাইয়া, উর্মি, মহিউদ্দিন মাহি, সাব্বির, প্রতীক, মমি, জিসান, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ইমন, ঢাবি বিজয় একাত্তর হলের জিএস বিএম কাওসার, মহানগর ছাত্রদল নেতা আমান, মিরাজ, আসাদ, সিয়াম, আইএইচটির সাবেক সদস্যসচিব রাফসান হোসেন, বাঙলা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক কাজী কাওসার, শেকৃবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, এটিআই আহ্বায়ক জলিলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অবরোধের সমর্থনে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের নেতৃত্বে সকালে কমলাপুর রেলস্টেশনের সামনের সড়কে মিছিল করেন নেতাকর্মীরা। মিছিলে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কামরুজ্জামান বিপ্লব, আব্দুল কুদ্দুস, সরদার নুরুজ্জামান, ড. মফিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক জেড আই কামাল, আমিনুল ইসলাম মহসিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুম ভুইয়া, তৌহিদুল ইসলাম টিটুসহ নেতাকর্মীরা।

পল্লবী থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃত্বে মিছিল হয়েছে। বাংলাবাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা।

জগন্নাত বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে মিছিলটি কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এসময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এবিএম মাহমুদ আলম সর্দার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলেরসহ সভাপতি শামীম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন সর্দার, জাফর আহমেদ, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রুমি, ইয়াকুব শেখ অনিক, দপ্তর সম্পাদক সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, মেহেদী হাসান অর্নব, আসিফ আল ইমরান, আরিফুল ইসলাম আরিফ, স্বাস্থ্যবিষয় সম্পাদক রায়হান হোসেন, সমাজসেবা সম্পাদক রবিন মিয়া শাওন,সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান, তথ্য ও গবেষণা সম্পাদক রবিউল ইসলাম শাওন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিরাজ, আপ্যায়ন সম্পাদক মুজাম্মেল মামুন ডেনি, সহ-সাংগঠনিক সম্পাদক সাঈদুল হাসান, মামুন জামান, মামুনুর রশিদ, মনিরুজ্জামান, মাসফিক, মাহবুব আলমসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এদিকে ফার্মগেট এলাকায় তেজগাঁও কলেজ ছাত্রদল মিছিল ও পিকেটিং করেছে। তেজগাঁও কলেজ ছাত্রদল সভাপতি ফয়সাল দেওয়ান ও সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন খানের নেতৃত্বে মিছিলে বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।







সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ