মঙ্গলবার ০৪ নভেম্বর ২০২৫ ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শাহরাস্তিতে ফসলি জমিতে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান

মো,ওমর ফারুক,চাঁদপুর:চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের বড়তুলা এলাকায় ফসলি জমি থেকে অবৈধভাবে ড্রেজার মেশিনের মাধ্যমে বালি উত্তোলনের অভিযোগে ১৪ অক্টোবর বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করেন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ড্রেজার মালিক ও শ্রমিকরা দৌড়ে পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

Ad

অভিযানকালে অবৈধ ড্রেজার মেশিনের সংযোগ লাইন বিচ্ছিন্ন করা হয় এবং স্থানীয় জনগণকে সতর্ক করা হয় যেন কেউ কৃষিজমি নষ্ট করে এমন কর্মকাণ্ডে জড়িত না হয়।একই সঙ্গে ড্রেজার মালিককে অবিলম্বে মেশিন সরিয়ে নিতে নির্দেশনা প্রদান করেন প্রশাসনের কর্মকর্তারা।

অভিযানে উপজেলা আনসার বাহিনী, রাজস্ব প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা সহযোগিতা করেন।

প্রশাসনের কঠোর অবস্থান,কৃষি জমি রক্ষায় অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে এমন অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।