সংসদে বিএনপির সহিংসতার ভিডিও দেখালেন প্রধানমন্ত্রী
|
একাদশ জাতীয় সংসদের শেষ কার্যদিবসের সমাপনী বক্তব্য দিতে গিয়ে গত ২৮ অক্টোবর বিএনপির কর্মসূচিতে সহিংসতার ভিডিও দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে সাড়ে ৮টায় সমাপনী বক্তব্য দিতে গিয়ে তিনি স্পিকারের অনুমতি নিয়ে এ ভিডিও প্রদর্শন করেন। তিনি বলেন, তারা (বিএনপি) নাকি আমাকে পদত্যাগ করাবে এবং এ সরকার হটাবে। নির্বাচন হতে দেবে না, এই বলে তারা তাণ্ডব চালিয়েছে। মাননীয় স্পিকার আমি আপনার অনুমতি চাই। বিএনপি গত ২৮ অক্টোবর যে তাণ্ডব চালিয়েছে তার একটি ভিডিওচিত্র আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। আপনাদের মাধ্যমে সারাদেশের মানুষ যাতে দেখতে পারে তারা কী করেছে! প্রধানমন্ত্রী বলেন, কোন বাংলাদেশ চায় তারা? এই সন্ত্রাসী, জঙ্গি, অমানুষগুলোর সঙ্গে কারা থাকে। এ জানোয়ারদের সঙ্গে বসবো? তাদের সঙ্গে বসার কথা কারা বলে? জানোয়ারেরও ধর্ম থাকে, তাদের সেটা নেই।
|