সবজির দাম অপরিবর্তিত, মাংস ও ডিম বাড়তি
|
গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সবজির দাম অপরিবর্তিত রয়েছে। তবে ব্রয়লার মুরগিসহ কক মুরগি বিক্রি হচ্ছে উচ্চ দামে। ব্রয়লার মুরগির দাম বাড়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে স্বল্প আয়ের মানুষের। তারা বলছেন, ব্রয়লার মুরগির দাম কমিয়ে আনা উচিত। শুক্রবার (৪ আগস্ট) মিরপুর-১ নম্বরের কাঁচা বাজার সরেজমিনে ঘুরে দেখা যায় বর্তমান বাজারের পরিস্থিতি। আজকের বাজারে সব সবজিই বিক্রি হচ্ছে কিছুটা কম মূল্যে। বেগুন (লম্বা ও গেলা) ৬০ টাকা, শসা ৪০-৬০ টাকা, করল্লা ৮০-৯০ টাকা, উচ্ছে ৮০, পেঁপে ৪০ টাকা, কাঁকরোল ৬০ টাকা, গাজর ১২০ টাকা, টমেটো ২৬০ টাকা, মিষ্টি কুমড়া ৩০-৪০ টাকা, ঢেঁড়স ৫০-৬০ টাকা, পটল ৫০-৬০ টাকা, চিচিঙ্গা ৫০-৬০ টাকা, ধুন্দল ৬০-৭০ টাকা, বরবটি ৮০ টাকা, কচুরমুখী ৮০ টাকা, কাঁচা মরিচ ২০০ টাকা, ধনেপাতা ২০০ কেজি। লাউ ৫০-৬০ টাকা, চাল কুমড়া ৫০-৬০ টাকা পিস। কাঁচাকলা ৩৫ টাকা হালি। গত সপ্তাহের সঙ্গে তুলনা করলে সব সবজির দাম রয়েছে প্রায় অপরিবর্তিত। এছাড়া আজকে দেশি পেঁয়াজ ৭৫ টাকা, ভারতীয় পেঁয়াজ ৫০ টাকা, আদা ২০০ টাকা, চায়না রসুন ২০০, দেশি রসুন ২২০ টাকা, আলু ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আজকের বাজারে ব্রয়লার মুরগি ১৮৪-১৯০, কক মুরগি ২৮৫-৩৩০, দেশি মুরগি ৫৫০, গরুর মাংস ৭৫০-৭৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহের সঙ্গে তুলনা করলে এ সপ্তাহে মুরগির মাংসের দাম রয়েছে অপরিবর্তিত। তবে ক্রেতারা বলছেন, বর্তমান দাম সবার জন্য সহনশীল না। সবার নাগালের মধ্যে মাংসের দাম নিয়ে আসতে হবে। সোহেল নামে এক ক্রেতা বলেন, ব্রয়লার মুরগির দাম ২০০ টাকার কাছাকাছি। এটা হতে পারে না। এই দাম সবার নাগালের মধ্যে নিয়ে আসতে হবে। মো. তরিকুল ইসলাম নামে এক ক্রেতা বলেন, ব্রয়লার মুরগির দাম কমানো উচিত। কারণ যাদের আয় কম তাদের ভরসা ব্রয়লার মুরগি। মুরগির বিক্রেতা কালাম বলেন, প্রতিদিনই মুরগির দাম উঠা-নামা করে। এক্ষেত্রে আমাদের আসলে কিছু করার নাই। আমরা যেরকম দামে কিনি সেভাবেই বিক্রি করি। এছাড়া আজকে দেখা যায়, গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০-৭৮০ টাকায়। কিন্তু মাংসের ৭৫০ নির্ধারণ করে দিয়েছিল বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন। কিন্তু বিক্রেতারা দাম হাঁকাচ্ছেন ৭৮০ টাকা। কিন্তু দাম নির্ধারণের কথা উল্লেখ করলে তারা কিছুটা কম দামে বা নির্ধারিত দামে বিক্রি করছেন বলে দাবি করেন। এছাড়া আজকে ইলিশ মাছ ৮০০-১৫৫০, রুই মাছ ৩৮০, কাতল মাছ ৪০০, চিংড়ি মাছ ১২০০, কাচকি মাছ ৫০০, টেংরা মাছ ৭০০, কই মাছ ২৮০, পাবদা মাছ ৪০০ টাকা, শিং মাছ ৫০০-৭০০, বোয়াল ৫০০ টাকা, বেলে মাছ ১০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আজকে মুদি দোকানের পণ্যের দাম রয়েছে আগের মতোই। বোতলজাত সয়াবিন তেলের দাম ১৭৯ টাকা, চিনি ১৩৫ টাকা, মসুরের ডাল ১৩০ টাকা, মুগ ডাল ১২০ টাকা, খেসারি ডাল ৭০ টাকা, বুটের ডাল ১০০ টাকা, ছোলা ৭৫ টাকা, দুই কেজি প্যাকেট ময়দা ১৫৬ টাকা, আটা দুই কেজির প্যাকেট ১২০ টাকা, খোলা সরিষার তেল প্রতি লিটার ২২৫ টাকায় বিক্রি হচ্ছে।
|