সরকারি সফরে কাতার গেলেন সেনাবাহিনী প্রধান
|
নিউজ ডেস্ক:ঢাকা, ৩ মে: বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি আজ শনিবার এক সরকারি সফরে কাতার গেছেন। সফরকালে তিনি কাতারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে মতবিনিময়ে অংশ নেবেন। এ সফরের মাধ্যমে দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। জেনারেল-ওয়াকার-উজ-জামান ২০২৪ সালের জুন মাসে সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দেশের ১৮তম সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে তিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে আসছেন। সফর শেষে তিনি আগামী ৫ মে বাংলাদেশে ফিরবেন বলে জানা গেছে। |