সিলেটে হরতালকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষ
|
আবুল কাশেম রুমন, সিলেট প্রতিনিধি: সিলেট হরতাল কে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। বুধবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সিলেট মহানগরের বন্দরবাজার এলাকায় করিম উল্লাহ মার্কেটের সামনে ছাত্রদল-শিবিরের নেতাকর্মীদের সঙ্গে স্বেচ্ছাসেবক লীগের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় স্বেচ্ছাসেবক লীগের ধাওয়ায় ছাত্রদল-শিবিওেংষধস নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানান- বেলা সোয়া ১১টার দিকে হরতাল ও অবরোধের সমর্থনে ছাত্রদল-শিবিরে নেতাকর্মীরা পৃথক মিছিল নিয়ে বন্দরবাজার এলাকার করিম উল্লাহ মার্কেটের সামনে আসেন। এ সময় তাদের ‘ঠেকাতে’ ছাত্রলীগও একটি মিছিল নিয়ে আসে। পরে সেখানে উপস্থিত হয় স্বেচ্ছাসেবক লীগ। এসময় সেখানে উত্তেজনার সৃষ্টি হয় এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। |