সিলেট টিটিসির ছাত্রদের কারণে বেচে গেল এক যুবক
|
সিলেট প্রতিনিধি: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন আলমপুরস্থ সিলেট সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি’র) উত্তর প্রান্তে সুরমা নদীর তীরে জঙ্গল থেকে ১৬ বছরের এক তরুণ মৃত্যুর হাত থেকে রক্ষা পেলো। ঘটনাটি ঘটেছে ১৭ (অক্টোবর) বেলা অনুমান ৪.৫০ মিনিটে আলমপুরস্থ টিটিসির উত্তর প্রান্তে সুরমা নদীর তীরে নির্জন জঙ্গলে। সূত্রে জানা যায়, নদীর পাড়ে ঘন্টা খানেক ধরে ৬ তরুন যুবক এক ছেলেকে ধরে এনে হাত পা বেধে তার পরনের ট্রাউজার প্যান্ট খুলে অমানুষিক নির্যাতন করতে থাকে। ওদের নির্যাতনে ওই তরুণে চিৎকার দিলে মুখ চাপ দিয়ে একজন পা ধরে অপর একজন মাথায় ও গলায় চাপ দিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায় এবং সাথে থাকা অপর ৪ যুবক ভিডিও ধারণ করতে থাকে। ছবিতে দেখা যায় ওরা সবাই কিশোর গ্যাং। ওই সময় সিলেট টিটিসির উত্তর প্রান্তে দ্বিতীয় তলায় কম্পিউটার ট্রেডে গ্রাফিক্সের ক্লাস চলছিল হঠাৎ ছাত্র- ছাত্রীদের বিষয়টি দৃষ্টিগোচর হলে একে অন্যকে বলতে থাকে, তাৎক্ষনিক সকল প্রশিক্ষণনার্থীরা ক্লাস থেকে বের হয়ে ওদেরকে ধাওয়া করলে ওই তরুণকে টেনে হেছড়ে নদীর পারে জঙ্গলের দিকে নিতে চাইলে ছাত্রদের ধাওয়া খেয়ে তাকে ফেলে যায়। পরবর্তীতে ছাত্ররা তাকে সঙ্গে নিয়ে অপরাধীদের ধরতে গেলে তারা পালিয়ে যায়। তবে টিটিসির ছাত্ররা ওই ছেলের নাম ঠিকানা জানতে চাইলে বা তাকে কেন নির্যাতন করা হয়েছিল জানতে চাইলে সে মুখ খুলতে রাজি হয়নি। তবে এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক টিটিসির কয়েক জন ছাত্র জানান, ক্লাসের ফাকে হঠাৎ আমাদের কয়েক জন ছাত্রের বিষয়টি দৃষ্টিগোচর হয়। আমরা বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষনিক কিছু অংশ ভিডিও চিত্র ধারণ করি এবং নির্যাতনের শিকার ছেলেটিকে বাচানোর জন্য ওদের ধাওয়া করি। আমাদের ধাওয়া খেয়ে অপরাধীরা পালিয়ে যায়। |