মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫ ২৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সিলেট ডিভিশনাল এসোসিয়েশন মালয়েশিয়া’র প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন কমিটির আত্মপ্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ণ

মালয়েশিয়া প্রতিনিধিঃ সিলেট ডিভিশনাল এসোসিয়েশন মালয়েশিয়ার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ২০২৫-২০২৬ সালের নতুন কমিটির আত্মপ্রকাশ এবং স্মৃতি স্বারক ❝রিজিকে প্রবাস অন্তরে স্বদেশ❞ ম্যাগাজিনের মোড়ক উন্মোচিত হয়েছে। ৮ই জানুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুরের ভি আই পি পিঠাঘরে এটি অনুষ্ঠিত হয়। উপদেষ্টা আনোয়ার হোসেন সেলিমের সভাপতিত্বে এবং এবাদুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ক্ষুদ্র ঋন গবেষক, সানওয়ে ইউনিভার্সিটি মালয়েশিয়ার অধ্যাপক জনাব ড. আবুল বাশার ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ইউনিভার্সিটি টেকনোলজি মারা মালয়েশিয়ার সহযোগী অধ্যাপক জনাব ড. নাজমুল হক, বর্তমান সময়ের আলোচিত সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট জনাব মাসুদ কামাল, মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী শেখ আজিজুর রহমান রুহেল, উপদেষ্টা জনাব মো: আক্তার মিয়া ও জনাব নুর মিয়া।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক জনাব ফয়েজ উদ্দিন, সাবেক সভাপতি জনাব শাহাদাৎ খান রাসেল, মো: উজ্জ্বল হোসেন, আমির হামজা, অলি আহমদ সানি ও মো: রুহুল আমীন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিজানুর রহমান মিথুন, মাহবুবর রহমান রাহি, তালুকদার মোহাম্মদ মকবুল, আজমল হোসেন জোনাক, মোহাম্মদ মোস্তফা, মো: শহীদুল ইসলাম প্রমুখ।
বিশিষ্ট ব্যবসায়ী ফয়েজ উদ্দিনকে সভাপতি ও এবাদুর রহমান চৌধুরীকে সাধারণ সম্পাদক করে সিলেট ডিভিশনাল এসোসিয়েশন মালয়েশিয়ার ২০২৫-২০২৬ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল এসোসিয়েশনের ১ম প্রকাশনা স্মৃতি স্মারক ❝রিজিকে প্রবাসঃ অন্তরে স্বদেশ❞ নামক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন। মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি জনাব ড. আবুল বাশার ভূঁইয়া। এই ম্যাগাজিনে সিলেটের ইতিহাস, সংস্কৃতি, গৌরবময় ঐতিহ্য এবং প্রবাসীদের জীবনের গল্পকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়েছে।







সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ