বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সেতু ভেঙে নদীতে মালবাহী ট্রাক, চালক-হেলপার নিখোঁজ
প্রকাশ: মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩, ০৬:৫২ অপরাহ্ণ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কাটাগাঙ্গ নদী পার হওয়ার সময় বেইলি ব্রিজ ভেঙে নিচে পড়ে গেছে একটি মালবাহী ট্রাক। এ ঘটনায় ট্রাকচালক ও হেলপার নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে জগন্নাথপুর থেকে একটি ট্রাক হবিগঞ্জের দিকে রওয়ানা দেয়। পথে কাটাগাঙ্গ নদী পার হওয়ার সময় বেইলি ব্রিজ ভেঙে ট্রাকটি পানিতে পড়ে যায়। এতে ট্রাকচালক ও হেলপার নিখোঁজ হন। নিখোঁজদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথ অভিযান চালাচ্ছেন।

এদিকে, সেতুটি ভেঙে যাওয়ায় জগন্নাথপুর থেকে হবিগঞ্জের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে যাত্রীবাহী ও মালবাহী যানবাহন আটকা পড়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আমরা বর্তমানে নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছি। বিস্তারিত পরে জানানো যাবে।







সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ