শুক্রবার ১৩ জুন ২০২৫ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

হাজীগঞ্জের কংগাইস এলাকায়  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
প্রকাশ: শনিবার, ১০ মে ২০২৫, ১১:৪৯ অপরাহ্ণ

মো,ওমর ফারুক:চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমরুল কায়েস (১৭) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১০ মে) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার ৯নং পৌর ওয়ার্ডের কংগাইস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইমরুল কায়েস নিজ বাড়ির একটি ঘর থেকে অন্য ঘরে স্টিলের আলমারি সরানোর সময় দুর্ঘটনার শিকার হন। ওই আলমারির ওপর দিয়ে টানা ছিল বিদ্যুতের সাইড লাইনের তার। আলমারি সরানোর সময় অসাবধানতাবশত তারটি ছিঁড়ে পড়ে গিয়ে ইমরুলের গায়ে পেঁচিয়ে যায়। এতে তিনি সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তার শরীর থেকে বিদ্যুতের তার সরিয়ে আহত অবস্থায় তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক ইমরুলকে মৃত ঘোষণা করেন। এরপরও আত্মীয়-স্বজনের অনুরোধে তাকে হাজীগঞ্জ বিসমিল্লাহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, ইমরুল কায়েসের বাবা মুকবুল হোসেন ইতিপূর্বেই মৃত্যুবরণ করেছেন। পরিবারের বসতঘরের দুটি অংশে বিদ্যুতের সংযোগ দেওয়ার জন্য একটি সাইড লাইন ব্যবহার করা হতো। এই সাইড লাইনের তার থেকেই ঘটেছে এই দুর্ঘটনা। স্থানীয়দের দাবি, তারটির নিরাপত্তাজনিত ত্রুটি এবং অসাবধানতার কারণে এমন দুঃখজনক ঘটনা ঘটেছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।







সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ