সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

হাজীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনের বসতঘরে দুর্ধর্ষ চুরি, থানায় অভিযোগ
প্রকাশ: রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ণ

মো:ওমর ফারুক:হাজীগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বাড়ীতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত ১৪ মার্চ শুক্রবার দিবাগত রাত ১২টার পরে হাজীগঞ্জ উপজেলার নাটেহরা উত্তর পাড়া গাজী বাড়ীর মরহুম বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনের বসতঘরে এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

এঘটনায় মরহুম বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনের ভাই মো. শাহাজ উদ্দিন হাজীগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন।অভিযোগ সুত্রে জানাযায়, মরহুম বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনের মৃ-ত্যুর পর স্ত্রী ও ছেলে মেয়ে চাকুরীর সুবাদে ঢাকায় অবস্থান করে বসবাস করছে। বাড়ীতে কেউ না থাকায় বীর মুক্তিযোদ্ধার বসতঘরে তালা লাগানোই থাকে, মর/হুম বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনের ভাই মো. শাহাজ উদ্দিন বাড়ীতে থাকার কারনে তিনিই দেখাশোনা করেন।

ঘটনার দিন শাহাজ উদ্দিন বিকাল ৪টার দিকে ঐ বসত ঘরে দেখাশুনা করিয়া প্রধান দরজা ও কলাপসি গেইটে তালা লাগিয়ে চলে যায়।
শাহাজ উদ্দিন জানান, ১৪ মার্চ রাতে কয়েকজ অজ্ঞাতনামা চোর চক্র সুকৌশলে আমার ভাইয়ের বসত ঘরের পশ্চিম পাশের কলাপসি গেইট ও প্রধান দরজার তালা ভেঙ্গে ভীতরে প্রবেশ করে বসতঘরের আলমারি ও ড্রয়ার ভেঙ্গে ভীতরে রক্ষিত থাকা ৫ ভরি স্বর্নালঙ্কার, নগদ ৪০ হাজার টাকা, দামী কাপড় চোপড়, কাঁচের তৈরী বিভিন্ন ধরনের দামী আসবাব পত্র, ১টি রাউটার মেশিনসহ প্রায় সাড়ে ৯ লক্ষ টাকার মালামাল নিয়ে যায় চোর চক্র।

শাহাজ উদ্দিন আরো জানান, ১৫ মার্চ সকাল ৮টার দিকে মরহুম বীর মুক্তিযোদ্ধার বসত ঘরের কলাপসি গেইট ও প্রধান দরজা খোলা দেখে ডাকচিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে চুরির ঘটনার বিষয়ে নিশ্চিত হই।পরবর্তীতে আমার ভাইয়ের বসত ঘরের চুরির ঘটনার বিষয়ে স্থানীয় গন্যমান্য ও ব্যক্তিবর্গদের অবগত করে তাদের পরামর্শে হাজীগঞ্জ থানায় অভিযোগ করি।

হাজীগঞ্জ থানার ওসি মহিউদ্দিন ফারুক গণমাধ্যমকে জানান, চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি, চোর চক্রকে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।







সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ