হাজীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনের বসতঘরে দুর্ধর্ষ চুরি, থানায় অভিযোগ
|
মো:ওমর ফারুক:হাজীগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বাড়ীতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত ১৪ মার্চ শুক্রবার দিবাগত রাত ১২টার পরে হাজীগঞ্জ উপজেলার নাটেহরা উত্তর পাড়া গাজী বাড়ীর মরহুম বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনের বসতঘরে এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এঘটনায় মরহুম বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনের ভাই মো. শাহাজ উদ্দিন হাজীগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন।অভিযোগ সুত্রে জানাযায়, মরহুম বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনের মৃ-ত্যুর পর স্ত্রী ও ছেলে মেয়ে চাকুরীর সুবাদে ঢাকায় অবস্থান করে বসবাস করছে। বাড়ীতে কেউ না থাকায় বীর মুক্তিযোদ্ধার বসতঘরে তালা লাগানোই থাকে, মর/হুম বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনের ভাই মো. শাহাজ উদ্দিন বাড়ীতে থাকার কারনে তিনিই দেখাশোনা করেন। ঘটনার দিন শাহাজ উদ্দিন বিকাল ৪টার দিকে ঐ বসত ঘরে দেখাশুনা করিয়া প্রধান দরজা ও কলাপসি গেইটে তালা লাগিয়ে চলে যায়। শাহাজ উদ্দিন আরো জানান, ১৫ মার্চ সকাল ৮টার দিকে মরহুম বীর মুক্তিযোদ্ধার বসত ঘরের কলাপসি গেইট ও প্রধান দরজা খোলা দেখে ডাকচিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে চুরির ঘটনার বিষয়ে নিশ্চিত হই।পরবর্তীতে আমার ভাইয়ের বসত ঘরের চুরির ঘটনার বিষয়ে স্থানীয় গন্যমান্য ও ব্যক্তিবর্গদের অবগত করে তাদের পরামর্শে হাজীগঞ্জ থানায় অভিযোগ করি। হাজীগঞ্জ থানার ওসি মহিউদ্দিন ফারুক গণমাধ্যমকে জানান, চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি, চোর চক্রকে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। |