হাজীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে কিশোর গ্যাং সদস্য গ্রেফতার, উদ্ধার তরবারি
|
মো,ওমর ফারুক,চাঁদপুর:চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় যৌথবাহিনীর এক অভিযানে তালিকাভুক্ত কিশোর গ্যাং সদস্য মো. রিয়াদ হোসেন (২৫) গ্রেফতার হয়েছে। ৮ মে ২০২৫, রাত ৯টা ৫০ মিনিটে (২১:৫০) গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। গত বছরের ৪ সেপ্টেম্বর ২০২৪ থেকে চাঁদপুর জেলায় মাদক, অবৈধ অস্ত্র এবং সন্ত্রাসবাদ দমনে যৌথ বাহিনীর নেতৃত্বে বিশেষ অভিযান শুরু হয়। এরই ধারাবাহিকতায় হাজীগঞ্জ আর্মি ক্যাম্প এবং হাজীগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে অভিযান চালানো হয় চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে। স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, অভিযানকালে মো. রিয়াদ হোসেন নামক এক যুবককে আটক করা হয়, যিনি দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং কার্যক্রমে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তার কাছ থেকে একটি বড় আকারের ধারালো তরবারিও উদ্ধার করা হয়েছে, যা তার সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত হতো বলে সন্দেহ করা হচ্ছে। আটককৃত রিয়াদ হোসেন এবং উদ্ধারকৃত তরবারি পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য হাজীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে সেনাবাহিনীর অভিযানিক দল। অভিযান শেষে সেনা কর্মকর্তা গণমাধ্যমকে জানান, “সন্ত্রাস ও অপরাধ দমনে বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর। ভবিষ্যতেও শৃঙ্খলা বজায় রাখতে আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।” স্থানীয়দের অনেকে যৌথবাহিনীর এ ধরনের কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এ ধরনের অভিযান কিশোর গ্যাং ও সন্ত্রাস দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এলাকায় নিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়ে আনবে। |