সোমবার ০৩ নভেম্বর ২০২৫ ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হাজীগঞ্জে শীতকালীন শাক-সবজি বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন – কৃষিতে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন

মো,ওমর ফারুক:কৃষি নির্ভর বাংলাদেশে উৎপাদন বৃদ্ধির ধারাকে আরও বেগবান করতে হাজীগঞ্জ উপজেলায় শুরু হয়েছে শীতকালীন শাক-সবজি বীজ ও সার বিতরণ কার্যক্রম। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. ইবনে আল জায়েদ হোসেন।
তিনি বলেন, “কৃষি আমাদের অর্থনীতির প্রাণ। কৃষকদের হাতে মানসম্মত বীজ ও আধুনিক প্রযুক্তি পৌঁছে দিতে পারলে দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে।”

Ad

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিব আব্দুল্লাহ। তিনি বলেন, “এই কর্মসূচির মাধ্যমে কৃষকরা শীতকালীন ফসলের আধুনিক চাষাবাদে আগ্রহী হবেন। এতে উৎপাদন বৃদ্ধি পাবে এবং বাজারে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি কৃষকের আর্থিক অবস্থারও উন্নতি ঘটবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এই কর্মসূচির আওতায় উপজেলার কৃষকরা বিনামূল্যে আধুনিক কৃষি প্রযুক্তির পরামর্শসহ মানসম্মত শাক-সবজির বীজ ও সার পাবেন। এতে কৃষকরা আগাম মৌসুমে উন্নত মানের ফসল উৎপাদনের সুযোগ পেয়ে আরও লাভজনক কৃষি ব্যবস্থায় যুক্ত হতে পারবেন বলে আশা প্রকাশ করা হয়।

উপস্থিত কৃষকরা সরকারের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং বলেন, এই সহায়তা তাদের উৎপাদন ব্যয় কমিয়ে লাভবান হতে সহায়তা করবে।