হাজীগঞ্জে সেনা তত্ত্বাবধানে যৌথ বাহিনীর চেকপোস্ট অভিযান: ৪৪ হাজার টাকা জরিমানা, ৩টি মোটরসাইকেল জব্দ
|
মো,ওমর ফারুক:চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার রাধুনীমুড়া বাজার এলাকায় ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে যৌথ বাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত এক ভ্রাম্যমাণ চেকপোস্ট অভিযানে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ৬ জুন ২০২৫শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত চলা এ অভিযানে মোট ১৩২টি যানবাহন তল্লাশি করা হয়। এতে দেখা যায়, লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন যানবাহন, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালনা এবং অতিরিক্ত গতির মতো গুরুতর ট্রাফিক আইনের লঙ্ঘনের অভিযোগে অভিযান পরিচালিত হয়। অভিযানে মোট ৮ জন মোটরসাইকেল চালকের কাছ থেকে লাইসেন্স না থাকায় ৪৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং নিয়মবহির্ভূতভাবে চালানো ৩টি মোটরসাইকেল জব্দ করে থানায় হস্তান্তর করা হয়। হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে পরিচালিত এই অভিযান সম্পর্কে সেনাবাহিনীর এক সিনিয়র কর্মকর্তা গণমাধ্যমকে জানান, “সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে সেনাবাহিনীর অভিযান চলমান থাকবে। দেশের বর্তমান প্রেক্ষাপটে আইন ও শৃঙ্খলা রক্ষায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।” তিনি আরও জানান, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ও দুর্ঘটনা প্রতিরোধে ভবিষ্যতেও এই ধরনের অভিযান জোরদার করা হবে। স্থানীয় জনগণের অনেকে এই অভিযানকে সাধুবাদ জানিয়ে বলেন, “এমন কার্যক্রম অব্যাহত থাকলে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে এবং জননিরাপত্তা নিশ্চিত হবে।” |