রবিবার ১৫ সেপ্টেম্বর ২০২৪ ৩১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

৩ শ্রমিকের মৃত্যু নির্মাণাধীন ভবনে মালামাল ওঠানোর যন্ত্র ছিঁড়ে
প্রকাশ: শনিবার, ২৪ জুন ২০২৩, ০৮:৫৩ অপরাহ্ণ

রাজধানীর ডেমরায় নির্মাণাধীন ভবনে মালামাল ওঠানোর যন্ত্র (রুপস) ছিঁড়ে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন- মো. জাফর (৫০), মো. মিজান (৩২) ও মো. মোস্তফা (৪২)।

শনিবার (২৪ জুন) দুপুরের দিকে নয়াপাড়া নূর মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই নির্মাণশ্রমিক।

ডেমরা থানার পুলিশ পরিদর্শক (অপারেশনস) সুব্রত পোদ্দার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নয়াপাড়া নূর মসজিদ এলাকায় নির্মাণাধীন ভবনে মিস্কার মেশিন (রুপস) ওপরে তোলার সময় তা ছিঁড়ে নিচে পড়ে যায়। এ সময় নিচে শ্রমিকরা কাজ করছিলেন। ছিঁড়ে পড়া রুপস তাদের ওপর গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।

পুলিশের এ কর্মকর্তা বলেন, এ দুর্ঘটনায় আরও দুজন শ্রমিক আহত হয়েছেন বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।







সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ