সোমবার ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

৫ নং রামপুর ইউনিয়নে অবৈধ ভ্যাকুর তাণ্ডব: নষ্ট হচ্ছে কৃষি জমি
প্রকাশ: সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ০৮:০৮ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধি, জসীম উদ্দীন: চাঁদপুর সদর উপজেলার ফসলি জমিগুলোতে চলছে অবৈধ ভ্যাকু মেশিন দিয়ে মাটি কাটার তাণ্ডব। উপজেলার বেশিরভাগ ইউনিয়নে টপ সয়েল কেটে ইটভাটায় সরবরাহ করা হচ্ছে, ফলে শত শত একর কৃষি জমি স্থায়ীভাবে নষ্ট হচ্ছে। এতে কৃষকদের পাশাপাশি পরিবেশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার ৫নং রামপুর ও ৪নং শাহ মাহমুদপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভ্যাকু মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছে। এতে ধান, পাট ও সবজির জমি চিরতরে আবাদ অক্ষম হয়ে পড়ছে।বেশ কয়েকজন ভুক্তভোগী জানান, মাটি উত্তোলনকারী চক্রকে বারবার জানালেও মাটি উত্তোলন বন্ধ করার কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। প্রভাবশালী একটি চক্র এই অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। স্থানীয় কৃষকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের পূর্বপুরুষের জমি এখন ধ্বংসের পথে। নিজেরা প্রতিরোধ করার চেষ্টা করলেও হুমকির কারণে আমরা কিছু করতে পারি না।”

মাটি কাটার কারণে শুধু কৃষি জমি নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশও। জলাধারগুলো ভরাট হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এলাকায় ভারসাম্যহীন পরিস্থিতি তৈরি হচ্ছে, যা বর্ষাকালে আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

উপজেলা কৃষি অফিসার বলেন, “টপ সয়েল কাটার ফলে ফসলি জমি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। অভিযোগ পাওয়া মাত্রই আমরা ব্যবস্থা নিচ্ছ। তবে এ ক্ষেত্রে জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি।”

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখওয়াত জামিল সৈকত জানান, “আমাদের অভিযান চলমান রয়েছে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

চাঁদপুরের সাধারণ মানুষ প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। এক ভুক্তভোগী বলেন, “এভাবে চলতে থাকলে চাঁদপুরের কৃষি জমি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। এখনই যদি ব্যবস্থা নেওয়া না হয়, ভবিষ্যতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।”

স্থানীয় জনগণ এবং কৃষকদের দাবি, এই অবৈধ মাটি কাটার কার্যক্রম বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক।







সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ