পাবনার সুজানগর উপজেলার আমিনপুরে একটি কবরস্থান থেকে ২১টি কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। স্থানীয়দের ধারণা, গত রাতের আঁধারে সংঘবদ্ধ চক্রটি বিরাহিমপুর কবরস্থান থেকে কঙ্কালগুলো চুরি করে নিয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৪ জুলাই) সকালে কবর জিয়ারত করতে গিয়ে মৃত স্বজনদের কবরের উপরের মাটি ও বাঁশের চরাট সরানো দেখতে পান স্বজনরা। এরপর তারা কবর খোড়া দেখতে পেয়ে কঙ্কাল missing দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
স্থানীয় বাসিন্দা ফারুক হোসেন ও মনিরুল ইসলাম জানান, তারা প্রতি শুক্রবার ফজর নামাজের পর কবর জিয়ারত করতে আসেন। আজ এসে তারা দেখেন, বিভিন্ন কবর খোঁড়া এবং বাঁশের চরাট সরানো। ভালোভাবে দেখে তারা বুঝতে পারেন, কবরগুলোতে কঙ্কাল এবং মাথার খুলি নেই। তাদের ধারণা, একটি সংঘবদ্ধ চক্র এই কাজ করেছে। তারা এই ঘটনার তদন্ত করে দোষীদের গ্রেফতারের দাবি জানান।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে পুলিশ কবরস্থান পরিদর্শন করেছে এবং স্থানীয়দের সাথে কথা বলেছে। তিনি বলেন, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং চক্রটিকে চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এখন পর্যন্ত এ ঘটনায় কেউ কোনো অভিযোগ দায়ের করেনি।
উল্লেখ্য, এর আগে একই উপজেলার খাস আমিনপুর ও সাঁথিয়া উপজেলার রাজাপুর এলাকার দুটি কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছিল।


                    

                                                                        আমার কলিজার টুকরোটা কোথায়? নিখোঁজ তামিমকে খুঁজে পেতে চাচা-বাবা-মায়ের আকুতি,                                
                                                                        চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ:দুই শতাধিক রোগীর মুখে স্বস্তির হাঁসি                                 
                                                                        চাঁদপুর সদরের ৭,৮,ও ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন- সম্মেলনে ঐক্যের জোয়ার                                
                                                                        প্রাইভেটকার জব্দ হাজীগঞ্জে ভোররাতের চেকপোস্টে গাঁজা ফেনসিডিল ও ইয়াবাসহ ঢাকার যুবক-যুবতী আটক                                
                                                                        চাঁদপুরের বিনিময় নাট্ট গোষ্ঠীর সভাপতি বাহার:সম্পাদক কৃষ্ণ গোপাল                                