ইসলামপন্থী দলগুলোর একক ভোটবাক্স প্রদানে কাজ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ
|
মান্নান খাঁন, মালয়েশিয়া প্রতিনিধিঃ ইসলামপন্থী দলগুলোর একক ভোটবাক্স প্রদানে কাজ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ- অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ। আগামী নির্বাচনে ইসলামপন্থী সমমনা দলগুলোর একটি ভোটবাক্স প্রদানে নির্বাচনী সমঝোতা তৈরির কাজ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বলেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি। রোববার (৪ মে) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে চৌকিটের একটি কনভেনশন সেন্টারে ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখা কতৃক আয়োজিত শ্রমিক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার সভাপতি মুফতি আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রদত্ত বক্তব্যে তিনি আরো বলেন, আগামী নির্বাচনে প্রবাসীরাও যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য অন্তর্বর্তী সরকারের সাথেও একাধিকবার বসেছে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ। আশা করা যাচ্ছে আগামীতে প্রবাসীরাও তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে। প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হিফজুর রহমান জামিল এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় আরো বক্তব্য রাখেন মালয়েশিয়া শাখার ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাও জাকির হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শুরা সদস্য বশির ইবনে জাফর, কুয়ালালামপুর সিটি শাখার সভাপতি মোঃ তাজউদ্দিন, সুবাং শাখার সভাপতি মাওলানা আ: রহিম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার আহ্বায়ক তৌফিকুর রহমান মাহফুজ প্রমুখ। |