বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ঈদের দিনও রাজধানী থেকে যাচ্ছে মানুষ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩, ০৯:৩৫ অপরাহ্ণ

ঈদের দিনও রাজধানী ঢাকাসহ আশপাশের জেলার মানুষ বাড়ি ফিরছে। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে এই নৌরুটে যাত্রী ও যানবাহনের চাপ না থাকায় নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারছেন তারা।

বৃহস্পতিবার (২৯ জুন) বিকাল ৫টার দিকে দৌলতদিয়া লঞ্চঘাট ঘুরে দেখা যায় পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ঘাটে ছেড়ে আসা একাধিক লঞ্চে যাত্রীদের ভিড়। তবে ফেরিঘাটে ঢাকাগামী যানবাহনের কোনও সারি নেই। পন্টুনে যানবাহন ও যাত্রীদের জন্য ফেরিগুলো অপেক্ষা করে ছেড়ে যাচ্ছে।

দৌলতদিয়া লঞ্চঘাট কর্তৃপক্ষ বলছে, পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে এই নৌরুটে যাত্রীর চাপ কমেছে। এবার ঈদের আগে ভোগান্তি ছাড়াই যাত্রীরা ঘরে ফিরেছেন। আবার ঈদের দিনও ঘরেফেরা মানুষের চাপ রয়েছে। তবে কর্মস্থলে ফেরা মানুষের চাপ এখনও শুরু হয়নি।

গাজীপুর থেকে আসা পাংশাগামী যাত্রী সিরাজুল হক বলেন, ‘ঈদের আগে সড়কে যানবাহনের অনেক জট থাকে। তাই আজ বাড়িতে যাচ্ছি স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে। কোনও ভোগান্তি ছাড়াই লঞ্চে দৌলতদিয়া ঘাট পর্যন্ত আসতে পেরেছি। এখন ঘাট থেকে যেকোনও গাড়িতে যেতে পারলেই হয়।’

পরিবার নিয়ে ফরিদপুরের মাছকান্দি যাচ্ছেন হাফিজুল মিয়া। দৌলতদিয়া লঞ্চঘাটের পন্টুনে তার সঙ্গে কথা হলে বলেন, ‘কোরবানির জন্য ঈদের আগে বাড়ি যেতে পারিনি। তাই আজ ঈদের দিন মাংস নিয়ে স্ত্রী-সন্তানদের সঙ্গে দেশের বাড়ি যাচ্ছি বাবা-মায়ের সঙ্গে দেখা করতে।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) দৌলতদিয়া ঘাট প্রান্তের ট্রাফিক ইন্সপেক্টর আফতাব হোসেন বলেন, ‘এখনও ঢাকামুখী যাত্রীর থেকে ঢাকাফেরত যাত্রীর সংখ্যা বেশি। অনেকে কোরবানির মাংস নিয়ে ঢাকা থেকে আজ গ্রামের বাড়িতে যাচ্ছেন। আগামীকাল সকাল থেকে ঢাকামুখী যাত্রীর চাপ বাড়বে। বর্তমানে এই নৌরুটে ১৮টি লঞ্চ চলাচল করছে।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাহউদ্দিন জানান, ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপ এখনও শুরু হয়নি। আগামীকাল সকাল থেকে থেকে চাপ বাড়তে পারে। বর্তমানে ১৮টি ফেরির মধ্যে যাত্রী ও যানবাহনের চাপ না থাকায় বর্তমানে ১২টি ফেরি চলাচল করছে। চাপ বাড়লে ফেরির সংখ্যা বাড়ানো হবে।

 







সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ