সোমবার ১২ জানুয়ারি ২০২৬ ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কোরআনের শাসন প্রতিষ্ঠায় সমাজে শৃঙ্খলা ফিরবে, শাহাজান মিয়া

শিমুল অধিকারী সুমন: চাঁদপুরের হাইমচরে দক্ষিণ আলগী দুর্গাপুর ইউনিয়নে জামায়াতে ইসলামী ৯ নং ওয়ার্ড শাখার আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।১৮ মার্চ (মঙ্গলবার) বিকেলে দক্ষিণ আলগী দুর্গাপুর ইউনিয়নের চরভাঙ্গা হাইস্কুল মাঠে জামায়াতে ইসলামী ৯ নং ওয়ার্ড শাখার আয়োজনে ইফতার মাহফিলে
মাওঃ মোঃ আলী আকবরের সভাপতিত্বে, মাওঃ মোঃ মাসুম বিল্লাহ এর উপস্থাপনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতে সেক্রেটারি। চাঁদপুর ৩ আসনে মনোনয়ন প্রত্যাশী এড:শাহাজান মিয়া।

তিনি বলেন, সূর্য, চন্দ্র , রাত, দিনের আলো যেমন সকল ধর্মের মানুষ ভোগ করে তেমন জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সকল ধর্মের মানুষ সুখ শান্তি ও নিরাপদে থাকবে। মানুষের মধ্যে থেকে সকল বৈষম্য দূর করে নিরাপদ একটি দেশ গঠনে কাজ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অমুসলিম ও হিন্দুরা নিরাপদে তাদের ধর্ম চর্চা করবে। সকল ধর্মের মানুষের সমন্বয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। তাই সকলে মিলে কোরানের শাসন প্রতিষ্ঠিত করতে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে সংসদে কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে সহযোগিতা করবেন। কোরানের শাসন প্রতিষ্ঠায় সমাজে শৃঙ্খলা ফিরে আসবে।

Ad

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাওঃ মোঃ আবুল হোসাইন আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, হাইমচর উপজেলা। মোহাম্মদ জসিম উদ্দিন সেক্রেটারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, হাইমচর উপজেলা।মাওলানা মোঃ জাফর সাদেক সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, হাইমচর উপজেলা।মাওঃ মোঃ সাইফুর রহমান আশ্রাফী সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, হাইমচর উপজেলা। মাওঃ মোঃ হাফিজুর রহমান সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ৩নং দক্ষিণ আলগী দুর্গাপুর ইউনিয়ন।

বাস্তাবায়নে- মোঃ আবু হানিফ মাষ্টার, সহ সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ৯নং ওয়ার্ড, ৩নং দক্ষিণ আলগী দুর্গাপুর ইউনিয়ন, হাইমচর চাঁদপুর।