শুক্রবার ০৯ জানুয়ারি ২০২৬ ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরের হাইমচরে এই প্রথম বৃহৎ পরিসরে গণেশ পূজা উদযাপন, ভক্তবৃন্দের মিলনমেলা

প্রতিবেদক:শিমুল অধিকারী সুমন:-চাঁদপুরের হাইমচরে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হলো গণেশ পূজা। অঞ্জলি প্রদানের মধ্য দিয়ে শুরু হওয়া পূজার শেষে ভক্তদের জন্য মহাপ্রসাদ বিতরণ করা হয়। দিনব্যাপী এই উৎসবে কয়েক হাজার ভক্তের সমাগমে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ।

গত ২৭ আগস্ট বুধবার চরভৈরবী হরি ও রক্ষা কালী মন্দির প্রাঙ্গণে এই পূজার আয়োজন করা হয়। মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রায় দুই হাজার ভক্তের মধ্যে দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

Ad

ইতিহাস ঘেঁটে জানা যায়, চরভৈরবী ইউনিয়নের পুরাতন বাজারে ১৯৪০ সালে প্রতিষ্ঠিত হয় হরি ও রক্ষা কালী মন্দির। তবে ২০০৪ সালে নদীগর্ভে বিলীন হয়ে গেলে দীর্ঘ ১৭ বছর মন্দিরের কার্যক্রম বন্ধ থাকে। পরবর্তীতে ২০২১ সালে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের প্রচেষ্টায় চরভৈরবী ইউনিয়নের নতুন বাজার এলাকায় পুনরায় মন্দির স্থাপন করা হয় এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আয়োজিত হতে থাকে। এরই ধারাবাহিকতায় এবার প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বৃহৎ পরিসরের গণেশ পূজা।

উদযাপন কমিটির সভাপতি নিধু বনিক ও সাধারণ সম্পাদক অপু পোদ্দার জানান, “দীর্ঘদিন পর আমরা সবাই একত্রিত হয়ে এই পূজার আয়োজন করেছি। এটি আমাদের পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। আশপাশের সব ধর্মাবলম্বীর সহযোগিতায় আমরা সফলভাবে পূজা সম্পন্ন করেছি।”

এছাড়া মন্দির কমিটির সভাপতি লক্ষণ পোদ্দার ও সাধারণ সম্পাদক শংকর বনিক বলেন, পুনর্নির্মাণের পর থেকেই নানা আয়োজনের মাধ্যমে মন্দিরের কার্যক্রম চালিয়ে আসছি। ভবিষ্যতে দুর্গাপূজারও আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এদিকে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় পূজাস্থল পরিদর্শন করে জানান, “উৎসবে বিপুলসংখ্যক ভক্তবৃন্দের সমাগম হয়েছে। যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেদিকে প্রশাসনের বিশেষ নজরদারি রয়েছে।”