মঙ্গলবার ১৪ অক্টোবর ২০২৫ ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরে চিপস কিনতে গিয়ে ট্রলিচাপায় প্রাণ হারালো চৈতী

মো,ওমর ফারুক,চাঁদপুর:মুখোরোচক খাবার পটেটো চিপস কিনতে গিয়ে অদক্ষ ট্রলির চালকের ট্রলি চাপায় চৈতী রানী দাস (৭) নামের দ্বিতীয় শ্রেণির এক স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

১১ অক্টোবর শনিবার দুপুরে চাঁদপুরের কচুয়ার সাচার উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

Ad

জানা যায়, নিহত চৈতী রানী দাস সাচার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। সে সাচার মালি বাড়ী নয়ন চন্দ্র দাসের মেয়ে।

এলাকাবাসী বলছেন, চৈতী রানী দাস রাস্তার পাশে একটি দোকান থেকে চিপস কিনতে গিয়েছিল। এসময় দ্রুতগামী একটি ট্রলি চালকের অদক্ষতায় নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই চৈতীর মৃত্যু হয়।

চৈতীর পিতা নয়ন চন্দ্র দাস জানান, চৈতী স্কুল থেকে ফিরে চিপস কিনতে গিয়েছিল। কিন্তু মুহূর্তেই সবকিছু শেষ হয়ে যায়। ট্রলিটি চালাচ্ছিল একই গ্রামের শহর আলীর ছেলে ইসমাইল মিয়া। দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল ত্যাগ করে। আমরা আগেও বলেছি এই মেইন রোডে স্পিড ব্রেকার না থাকায় যানবাহন অতি দ্রুত চলাফেরা করে। যদি দুটি স্পিড ব্রেকার দেওয়া হতো। তাহলে এ দুর্ঘটনাটা হতো না। তাই প্রশাসনের নিকট সাচার বাজার হতে জিরো পয়েন্ট পর্যন্ত দুটি স্পিড ব্রেকারের দাবী করছি। একই সাথে চালক ইসমাইলের শাস্তির দাবী জানাচ্ছি।

এ বিষয়ে চাঁদপুরের কচুয়ার সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শাহজাহান বলেন, খবর পেয়েই সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ট্রলিটি জব্দ করেছি।