বৃহস্পতিবার ৩০ অক্টোবর ২০২৫ ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুর সদরের বালিয়া ওয়ার্ড যুবদলের মতবিনিময় সভায় নজু খানের দৃঢ় প্রত্যয়-সংগঠনই শক্তি, ঐক্যই বিজয়ের পথ

শিমুল অধিকারী সুমন,চাঁদপুর:চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।২২ অক্টোবর (বুধবার) বিকাল ৩টায় উত্তর বালিয়া ফোরকানিয়া মাদ্রাসার ঈদগাঁ ময়দান মাঠে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) কে. এম. নজরুল ইসলাম নজু খান।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ এজাজ তালুকদার, এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ তালুকদার ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল আমিন তপাদার।

Ad

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আঃ মান্নান খান কাজল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জুলহাস জুয়েল, জেলা বিএনপির সদস্য জি. এম. মাসুদ রায়হান, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুল হোসেন মিয়াজী, সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন কাজী, যুগ্ম সম্পাদক ডা. মোঃ ফারুকুল ইসলাম, ও সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন অর রশীদ পাটওয়ারী।

এছাড়াও বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাফেজ মোঃ ওয়ালী উল্লাহ খান, সিনিয়র সহ-সভাপতি নেওয়াজ মোর্শেদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ জাহিদুল ইসলাম নোমান, ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ রাসেল কাজী, ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ টেলু মুন্সী, সাধারণ সম্পাদক মোঃ সুমন গাজীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ রফিকুল ইসলাম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য মোঃ শাহাদাৎ হোসেন মারুফ, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শহিদ, সাধারণ সম্পাদক মোঃ আশ্বাদ, ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ হানিফ, সাংগঠনিক সম্পাদক মোঃ আহসান, এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথি নজু খান তাঁর বক্তব্যে বলেন- “আমরা তরুণ শক্তি-এই শক্তিই আগামী দিনের গণতন্ত্র পুনরুদ্ধারের চালিকা শক্তি। সংগঠনের প্রতিটি স্তরে ঐক্য, শৃঙ্খলা ও আত্মত্যাগের মনোভাব থাকতে হবে। একসাথে থাকলে কোনো শক্তিই আমাদের দাবিয়ে রাখতে পারবে না।”

তিনি আরও আহ্বান জানান, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী মাঠে থেকে জনগণের পাশে দাঁড়াতে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনকে আরও বেগবান করতে।

সভা শেষে তরুণ নেতাদের উচ্ছ্বাস ও ঐক্যের অঙ্গীকারে প্রকম্পিত হয়ে ওঠে ঈদগাঁ ময়দান। আয়োজকদের ভাষায়, “এই মতবিনিময় সভা ছিল ঐক্যের এক নতুন সূচনা।