বৃহস্পতিবার ৩০ অক্টোবর ২০২৫ ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চান্দ্রায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন: ঐক্য ও শক্তির প্রতিশ্রুতি

শিমুল অধিকারী সুমন,চাঁদপুর:আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে চাঁদপুর সদর উপজেলা ১২নং চান্দ্রা ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল ৩টায় চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের মাঠে এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।

বিএনপির জেলা সভাপতি ও চাঁদপুর সদর-হাইমচর (চাঁদপুর-৩) আসনের এমপি প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বকে শক্তিশালী করার অঙ্গীকারে এ কর্মী সম্মেলনে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা একাত্মতার বার্তা দেন।

Ad

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আবু হানিফ কাকন।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী মল্লিক, এবং অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব মোঃ কাকন মিজি।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পীরজাদা জুনায়েদ উল্লাহ খান।
বিশেষ অতিথি ছিলেন মোঃ আবুল হাসেম গাজী, সোহেল মৃধা, মোঃ আউয়াল, ও মোঃ জাহিদুল ইসলাম নোমান।

এছাড়াও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন মফু, সিনিয়র সহ-সভাপতি মোঃ মোর্শেদ আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন মিন্ট মাঝি, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন গাজী, এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ মাসুদ মিজিসহ আরও অনেকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ রুবেল, যুগ্ম আহ্বায়ক রিয়াদ মিয়া, আল আমিন ছৈয়াল, ইমাম হোসেন ঢালী, হান্নান ভূঁইয়া, সদস্য সেলিম শেখ, লিটন শেখ, ওয়ার্ড নেতা সুমন খান, নাছির গাজী, সুজন গাজীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।

কর্মী সম্মেলন শেষে এক আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান কৃষক দলের সভাপতি মোঃ শফিকুর রহমান পাটওয়ারী এবং সাবেক সভাপতি মোঃ মাসুদ মিজি-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

ঐক্য, শক্তি আর পরিবর্তনের অঙ্গীকার—চান্দ্রার মাঠে স্বেচ্ছাসেবক দলের কর্মীদের শপথ, “মানিক ভাইয়ের নেতৃত্বে বিজয়ের পথে বিএনপি।”