নিউজ ডেস্ক:বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস টাইম ম্যাগাজিনের ২০২৫ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন। বিশ্বজুড়ে প্রভাব, উদ্ভাবন ও নেতৃত্বের জন্য প্রতি বছর এই তালিকা প্রকাশ করে ম্যাগাজিনটি।
ক্লিনটন লিখেছেন, গত বছর বাংলাদেশে ছাত্র-নেতৃত্বাধীন এক আন্দোলনে কর্তৃত্ববাদী শাসনের পতনের পর ড. ইউনূস জাতিকে গণতন্ত্রের পথে নিয়ে আসার দায়িত্ব নেন। তিনি বাংলাদেশের সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নের জন্য গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন, যা লাখ লাখ নারীকে স্বাবলম্বী হতে সাহায্য করেছে।
ক্লিনটন আরও উল্লেখ করেন, ১৯৮০-এর দশকে ড. ইউনূস আরকানসাসে ভ্রমণ করে তৎকালীন গভর্নর বিল ক্লিনটন ও তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষুদ্রঋণ কর্মসূচি চালু করতে সহায়তা করেছিলেন। তার কাজের প্রভাবে বিশ্বজুড়ে বহু মানুষের জীবন পরিবর্তিত হয়েছে।
বর্তমানে ড. ইউনূস বাংলাদেশে মানবাধিকার পুনরুদ্ধার, জবাবদিহিতা নিশ্চিতকরণ ও মুক্ত সমাজ গঠনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার এই ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে।
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. ইউনূসের এই স্বীকৃতি বাংলাদেশের জন্য একটি গর্বের বিষয় বলে মনে করছেন দেশের নাগরিক সমাজের নেতারা। তার কাজ বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি বিশ্বদরবারে তুলে ধরেছে।
এই তালিকায় স্থান পাওয়াকে ড. ইউনূসের দীর্ঘদিনের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নমূলক কাজের স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। বিশ্বব্যাপী তার এই প্রভাব আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আশা করা যায়।




অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন চাঁদপুর সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ (কাকন) ‘লড়াই-সংগ্রামের পথ পেরিয়ে এসেছি, মিথ্যা অপবাদে নতি স্বীকার করব না
আমার কলিজার টুকরোটা কোথায়? নিখোঁজ তামিমকে খুঁজে পেতে চাচা-বাবা-মায়ের আকুতি,
চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ:দুই শতাধিক রোগীর মুখে স্বস্তির হাঁসি
চাঁদপুর সদরের ৭,৮,ও ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন- সম্মেলনে ঐক্যের জোয়ার
প্রাইভেটকার জব্দ হাজীগঞ্জে ভোররাতের চেকপোস্টে গাঁজা ফেনসিডিল ও ইয়াবাসহ ঢাকার যুবক-যুবতী আটক 