বৃহস্পতিবার ৩০ অক্টোবর ২০২৫ ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

তরুণীর সঙ্গে প্রতারণা করলো রাজারগাঁওয়ের নাহিদ” শিরোনামে প্রকাশিত সংবাদটি একতরফা, বিভ্রান্তিকর,উদ্দেশ্যপ্রণোদিত।

বিশেষ প্রতিবেদক,জসীম উদ্দীন:প্রতিবাদ,গত ২৯ এপ্রিল “হাজীগঞ্জে বিয়ের স্বপ্ন দেখিয়ে তরুণীর সঙ্গে প্রতারণা করলো রাজারগাঁওয়ের নাহিদ” শিরোনামে প্রকাশিত সংবাদটি একতরফা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।

নাহিদ পাটওয়ারী স্বেচ্ছায় কোনো অঙ্গীকারনামায় স্বাক্ষর করেননি; তাকে মেয়ের পারিবারিক চাপে সই করানো হয়েছিল। বিয়ে না করার সিদ্ধান্ত ছিল তার পারিবারিক ও ব্যক্তিগত কারণে নেওয়া।

Ad

এছাড়া, তার মামা শিপন পাটোয়ারী কাউকে হুমকি দেননি—বরং আইনানুগ পথ অনুসরণের কথা বলেছেন।

আমাদেরকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এ ধরনের ভ্রান্ত তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ করা হয়েছে। উক্ত সংবাদের তীব্র নিন্দা, প্রতিবাদ জানাই এবং সংশোধনের অনুরোধ করছি।

নাহিদ পাটওয়ারীর পরিবার
পূর্ব রাজারগাঁও, হাজীগঞ্জ, চাঁদপুর