বৃহস্পতিবার ৩০ অক্টোবর ২০২৫ ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের কঠোর বার্তা: বিভ্রান্তি নয়, ঐক্যবদ্ধ থাকুন- গুলশানে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিনিধি:বিএনপির চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে আজ বিকাল ৫টায় অনুষ্ঠিত হয় কুমিল্লা, ফরিদপুর ও ময়মনসিংহ বিভাগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার সভা। সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

“তারেক রহমানের বার্তা: “ঐক্যই আমাদের শক্তি”

Ad

সভায় তারেক রহমান বলেন-“দলীয় ঐক্য ও সংহতি রক্ষা করেই আমাদের আগামী রাজনৈতিক লড়াই সফল করতে হবে।
এখনই কেউ বিভ্রান্তি ছড়াবেন না -বিএনপি সঠিক সময়ে দলীয় মনোনয়ন ঘোষণা করবে।”

তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, আজকের বৈঠকে কাউকে মনোনয়ন ঘোষণা করা হয়নি। বরং, তিনি সকল মনোনয়ন প্রত্যাশীকে নির্দেশ দেন দলের আদর্শ, নীতি ও নেতৃত্বের প্রতি অনুগত থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে।

বিভ্রান্তিকর প্রচারণায় বিরত থাকার আহ্বান-সভা শেষে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ব্যক্তি বা সমর্থক নিজ নিজ পছন্দের প্রার্থীকে ঘিরে মনোনয়ন পাওয়ার গুজব ও বিভ্রান্তি ছড়াচ্ছেন। বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব এটিকে দলীয় শৃঙ্খলা ও ঐক্যের পরিপন্থি আচরণ হিসেবে চিহ্নিত করেছে।

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক তাঁর ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে লেখেন —সভায় কোনো মনোনয়ন ঘোষণা করা হয়নি। সবাইকে অনুরোধ করা হচ্ছে বিভ্রান্তিমূলক অপপ্রচার থেকে বিরত থাকতে এবং দলের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে।

কাউকে মনোনয়ন ঘোষণা করা হয়নি,সময়মতো আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জানানো হবে.দলীয় ঐক্য ও শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা

বিভ্রান্তিমূলক পোস্ট বা প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান।সভায় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট তিন বিভাগের মনোনয়ন প্রত্যাশী নেতৃবৃন্দসহ দলের কেন্দ্রীয় একাধিক শীর্ষস্থানীয় দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

বিএনপি সূত্রে জানা যায়, দল আগামী নির্বাচনে একটি সুশৃঙ্খল, ঐক্যবদ্ধ ও শক্তিশালী প্রার্থী তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে ধারাবাহিক সাক্ষাৎকার সভা অব্যাহত রাখবে।

দলের ভেতরে-বাইরে বিভ্রান্তি নয়, তারেক রহমানের আহ্বান— “এক লক্ষ্য, এক নেতৃত্ব, এক বিএনপি।