রবিবার ০২ নভেম্বর ২০২৫ ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

“প্রথম বিয়ে গোপন করে দ্বিতীয় বিয়ে? আইনের চোখে শাস্তিযোগ্য অপরাধ!”

বিশেষ প্রতিবেদনঃ বাংলাদেশে প্রতিনিয়ত অনেক নারী-পুরুষ প্রতারণার শিকার হচ্ছেন—বিশ্বাসের জায়গায় ঘটে বিশ্বাসঘাতকতা। অনেকেই নতুন জীবনের স্বপ্নে বিভোর, অথচ সঙ্গীর আগের বিয়ের খবর জানতে পারেন সব হারিয়ে! কিন্তু এটি কি শুধু মানসিক যন্ত্রণা? না—এটি একটি ফৌজদারি অপরাধ!

বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০ এর ধারা ৪৯৫ অনুযায়ী:-প্রথম বিয়ে গোপন রেখে কেউ দ্বিতীয় বিয়ে করলে:-
১)সর্বোচ্চ ১০ বছরের জেল, ২)সাথে অর্থদণ্ড হতে পারে!

Ad

⚖️ Muslim Family Laws Ordinance, 1961 এর ধারা ৬-এ আরও স্পষ্ট বলা আছে:

প্রথম স্ত্রীর লিখিত অনুমতি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে অবৈধ ও আইন লঙ্ঘন।এই ধরনের বিয়ের মোড়কে প্রতারণা একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। প্রতারণার শিকার হলে নীরব থেকে নয়, আইনি সহায়তা নিন—আত্মরক্ষা করুন এবং অপরাধীকে আইনের কাঠগড়ায় আনুন। এই বার্তাটি সকলের মাঝে ছড়িয়ে দিন—হোক সচেতনতা, হোক প্রতিরোধ!