শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪ ২ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

প্রবাসীদের দেশের ইস্যু নিয়ে মালয়েশিয়ায় কোন আন্দোলন না করার আহবান
প্রকাশ: শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ০৭:১৮ অপরাহ্ণ

মালয়েশিয়া প্রতিনিধিঃ কোটা বিরোধী আন্দোলনের প্রভাব দেশ ছাড়িয়ে বিদেশেও পড়েছে। মধ্য প্রাচ্যের দুবাই, কাতার সৌদি আরবসহ দক্ষিণ এশিয়ার মালয়েশিয়াতেও ছিলো চোখে পড়ার মতো। সবার মঙ্গলের জন্য মালয়েশিয়া প্রবাসীদের দেশের ইস্যু নিয়ে কোন আন্দোলন না করার জন্য আহবান জানিয়েছেন মালয়েশিয়া আওয়ামীলীগ।

শুক্রবার (২৬ জুলাই) সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং এর পিঠাঘরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ আহবান করেন দলটি। মালয়েশিয়া আওয়ামীলীগের সহসভাপতি দাতো শ্রী কামরুজ্জামান কামাল বলেন, বাংলাদেশের বিদ্যমান কোন ইস্যু নিয়ে প্রবাসের মাটিতে কোন আন্দোলন, বিক্ষোভ, সমাবেশ, মানববন্ধন থেকে সবাইকে বিরত থাকতে হবে। কারণ মালয়েশিয়ার নাগরিকরা ভিনদেশিদের এসব বিক্ষোভ আন্দোলন ভাল চোখে দেখে না। তাছাড়া দেশটিতে বিদেশি নাগরিকদের আন্দোলন, বিক্ষোভ, সমাবেশ, মানববন্ধন সম্পূর্ণ নিষিদ্ধ।

এদিকে ২০ জুলাই মালয়েশিয়ার জিওমেট্রিকা ইউনিভার্সিটিতে মানববন্ধন করার অপরাধে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে একজন বাংলাদেশি ছাত্রকে পুলিশ আটক করে নিয়ে যায়। যদিও কয়েক ঘন্টা পর তাকে ছেড়ে দেয়। তবে ঐ ছাত্রকে আটক করে নিয়ে যাওয়ার সময় পুলিশ বাংলাদেশ সরকার বিরোধী অসংখ্য প্লেকার্ড ব্যানার জব্দ করে নিয়ে যায়। পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে বাংলাদেশ হাইকমিশনে এবং বাংলা কমিউনিটি নেতাদের কাছে ব্যাখ্যা চেয়েছে, এবং ভবিষ্যতে এসব আন্দোলন, বিক্ষোভ, সমাবেশ, মানববন্ধন না করার বিষয়ে সতর্ক করেছেন। উল্লেখ্য, সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের আন্দোলন  করার দায়ে ৫৭ জন বাংলাদেশীর যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে।

দেশের স্বার্থে নিজ পরিবারের স্বার্থে  বিদেশের মাটিতে সকলপ্রকার বিক্ষোভ মানববন্ধন না করার আহবান জানান উপস্থিত নেতা কর্মীরা। এসময় আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন চৌধুরী, কাইয়ুম সরকার, মোঃ মনিরুজ্জামান মনির, দাতো আক্তার, মোঃ সাঈদুর রহমান সরকার, এ আর মোহাম্মাদ মামুন, এম এম রোসি, মোঃ আউয়াল রুম্মান। যুবলীগ নেতা তারেক চৌধুরী, মোঃ আনিছুর রহমান, মওদুদ মোল্লা, ছাত্রলীগ নেতা এইচ এম জুয়েলসহ অনেকে।







সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ