বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

প্রবাসীদের সমস্যা সমাধানে ড. ইউনুছের সহায়তা কামনা।
প্রকাশ: শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৮:৫৪ অপরাহ্ণ

মালয়েশিয়া প্রতিনিধিঃ অতিসত্বর বিশ্বে কর্ম ও বসবাসরত প্রবাসীদের সমস্যা সমাধান না করলে প্রবাসে ও দেশে আন্দোলন গড়ে তোলা হবে বলে মতব্যক্ত করেছে মালয়াশিয়া প্রবাসীরা। গতকাল (২১শে নভেম্বর ২০২৪) রোজ বৃহস্পতিবার কুয়ালালামপুর বুকিট বিন্তাংয়ে অবস্থিত ভি আই পি পিঠাঘরে বিশেষ এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ায় পাসপোর্ট সংক্রান্ত সমস্যা সহ অন্যান্য সমস্যা সমাধানের দাবি তুলে ধরেন মালয়েশিয়া প্রবাসীদের পক্ষ থেকে কমিউনিটি নেতা ড. ওয়ালিউল্লাহ জাহিদ।

ই এস কে এল বাতিল করে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানান। ই-পাসপোর্ট প্রাপ্তিতে ভোগান্তি ও স্থানিয় নিরাপত্তা বাহিনী দ্বারা প্রহারের ঘটানার তিব্র নিন্দা জ্ঞাপন করে এর বিচার দাবি করেন উপস্থিত প্রবাসীরা। বেসরকারি প্রতিষ্ঠানের নিকট দেশের জনগণের ব্যক্তিগত তথ্য কখনোই নিরাপদ নই, তাই অতিসত্বর এই প্রতিষ্ঠানের সাথে অবৈধ চুক্তি বাতিল করে প্রবাসীদের সমস্ত কর্মকান্ড দূতাবাসের মাধম্যে করার দাবি পেশ করেন সংবাদ সম্মেলনে। বিগত তিন মাসের অধিক অন্তর্বর্তিকালীন সরকার দেশের দায়িত্ব গ্রহণ করলেও বিগত সরকারের নিয়োগপ্রাপ্ত দূতাবাসের কর্মককর্তা কর্মচারিদের অপসারণ না করলে প্রবাসীদের সমস্যা কমবে না বলেও মন্তব্য করেন উপস্থিত প্রবাসীরা।

যুগ যুগ ধরে জিয়িয়ে রাখা প্রবাসীদের সমাস্যা সমাধান বাংলাদেশের সরকারের জন্য প্রধান কর্তব্য বলে মনে করেন প্রবাসীরা, বাংলাদেশের অর্থনীতি অটল রাখতে রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের ভূমিকা প্রসংসনীয়, যার প্রমান ছাত্র জনতার আন্দোলনের সময় প্রমানিত। বিমান বন্দরে প্রবাসী লাউঞ্জ হয়ত কিছুটা স্বস্তি দেবে তাদের যাত্রা পথে কিন্তু দেনার বোঝার চাপে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে একদিন ঢলে পড়ে মৃত্যুর কোলে, রেমিটেন্স যোদ্ধাদের প্রবাস আগমনের ব্যয় শূন্যে আনতে পারলে মৃত্যুর হার যেমন কমবে রেমিটেন্সের হার বাড়বে তাতে কোন সন্দেহ নেই বলে মনে করেন মালয়েশিয়ায় কর্ম ও বসবাসরত প্রবাসী বাংলাদেশি।
অন্তর্বর্তিকালিন সরকারের প্রধান উপদেষ্টা বিশ্ব খ্যাত নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনুছ দেশের দায়িত্ব গ্রহন করায় প্রবাসীরা আশার আলো দেখছে তাদের সমস্যা সমাধানে। পাসপোর্ট প্রাপ্তিতে বিলম্ব, ভোগান্তি, অতি মুল্য বিদেশে চাকুরিতে এবং অন্যান্য সমস্যায় জর্জরিত মালয়েশিয়া সহ পৃথিবীর যে সকল দেশে প্রবাসীরা অবস্থান করছে তাদের সমস্যা সমাধানে অতিসত্বর প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ সহ সমন্বয়কদের সহায়তা কামনা করেন সংবাদ সম্মেলনে উপস্থিত অসখ্য প্রবাসী।

সংবাদ সম্মেলনে প্রবাসীদের পক্ষে মত প্রকাশ করেন, কমিউনিটি নেতা, মির্জা সালাহ উদ্দিন, এস এম বশির আলম, আঃ আজিজ মোল্লা, এডভোকেট ইমানুর রহমান, ইসমাইল হোসেন, আক্তার হোসেন গাজী, ফরিদ গাজী, মিরাজ মাঝি, মোঃ রাসেল, আঃ রহিম সহ অনেকে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের পক্ষে প্রবাসীদের দুঃখ দুর্দশা ও সমস্যার বার্তা জনগণ এবং দেশের সরকারের কাছে পৈছে দেয়ার দৃড় প্রত্যয় ব্যক্ত করে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের কর্মকান্ড আরও প্রসস্ত করার আশ্বাস দেন বি সি পি এম এর সিনিয়র সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম রতন, প্রবাসী সাংবাদিকদের মাঝে উপস্থিত ছিলেন, আশারাফুল মামুন মাই টিভি প্রতিনিধি, এস এম সৈরভ প্রতিনিধি আরটিভি ও খন্দকার মুস্তাক আহমেদ প্রতিনিধি নিউজ ২৪।







সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ