বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

বায়োপিক নিয়ে সৃজিত-চঞ্চলের ভাবনা
প্রকাশ: রবিবার, ১৪ মে ২০২৩, ০৫:৪১ অপরাহ্ণ

উপমহাদেশে যে’কজন নির্মাতা সিনেমার ভাষা শিখিয়েছেন, পরবর্তী প্রজন্মের জন্য পথের বিস্তার করেছেন, তাদের একজন মৃণাল সেন। সত্যজিৎ রায়ের পর তাকেই ভারতীয় চলচ্চিত্রের সেরা নির্মাতা গণ্য করা হয়। আজ রবিবার (১৪ মে) এই নন্দিত চলচ্চিত্রকারের জন্মদিন।

মৃণাল সেনের জীবনের ঘটনাপ্রবাহ নিয়ে সিনেমা বানাচ্ছেন টলিউডের সৃজিত মুখার্জি। নাম দিয়েছেন ‘পদাতিক’। ছবিটির শুটিং ইতোপূর্বে শেষ। বর্তমানে চলছে পোস্ট প্রডাকশনের কাজ। এতে মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী।

এই ছবি এবং মৃণাল সেনকে নিয়ে চঞ্চল বললেন, ‘শুধু দেখতে একরকম হওয়া একটি বায়োপিকের জন্য যথেষ্ট নয়, বিশেষ করে মৃণাল সেনের মতো একজন কিংবদন্তির ক্ষেত্রে। আমার চেষ্টা ছিল, তার ভেতরকার অনুভূতি ধারণ করা। সেই চ্যালেঞ্জটা আমি নিয়েছি। মানুষ হয়ত মৃণাল সেনের ছবি দেখেছেন, জেনেছেন। কিন্তু তার জীবনাদর্শ জানেন না। মানুষের কাছে সেই অজানা বিষয়গুলো তুলে ধরাই আমাদের দায়িত্ব ছিল।’

মৃণাল সেন নির্মিত ‘পদাতিক’ মুক্তি পেয়েছিল ১৯৭৩ সালে। সেই একই নামে তার বায়োপিক নির্মাণ করছেন সৃজিত মুখার্জি। জানালেন, ছোটবেলা থেকেই তিনি মৃণাল সেন দ্বারা দারুণভাবে অনুপ্রাণিত। কিংবদন্তি এই চলচ্চিত্রকারকে সৃজিতের ভাষ্য, ‘একজন ভারতীয় নির্মাতা হিসেবে তার অনেকগুলো দিক ছিল। তিনি এমন একজন মানুষ ছিলেন, যিনি প্রযোজকদের সঙ্গে বাজেট বাড়ানো নয়, বরং কমানোর জন্য তর্ক করতেন। কারণ তিনি জানতেন, বাজেট বাড়লে কাজের মধ্যে প্রযোজকের হস্তক্ষেপও বাড়বে। তিনি একটা ক্যামেরা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়তেন এবং শুটিং প্রক্রিয়া খুব স্বতঃস্ফূর্ত ছিল। আমি যখনই কলকাতা বা ভারতের কোনও শহরে শুটিং করি, তখন যেন মনে মনে আমি মৃণাল সেনকে উদযাপন করি।’

‘পদাতিক’র প্রযোজক ফিরদৌসুল হাসান বলেছেন, ‘মৃণাল সেনের জীবন, সংগ্রাম, দর্শন, সিনেমার প্রতি তার দৃষ্টিভঙ্গি, সত্যজিৎ রায় ও ঋত্বিক ঘটকের সঙ্গে তার সম্পর্ক, সব কিছুই এই ছবিতে উঠে আসছে। দর্শক দেখে বুঝতে পারবে যে, আমরা সেই যুগটা পর্দায় সৃষ্টি করেছি।’

এই সিনেমায় মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের ভূমিকায় অভিনয় করেছেন কলকাতার মনামী ঘোষ। চলতি বছরের শেষ দিকে কোনও আন্তর্জাতিক উৎসবে ছবিটির প্রিমিয়ার হতে পারে। এরপর মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।

সূত্র: ভ্যারাইটি

 







সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ