বুধবার ০৮ মে ২০২৪ ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন  
প্রকাশ: বুধবার, ১০ এপ্রিল ২০২৪, ০৩:০০ অপরাহ্ণ

মালয়েশিয়া প্রতিনিধিঃ ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মালয়েশিয়ায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর।

মালয়েশিয়ার জাতীয় মসজিদ নেগারায় পাশাপাশি অন্যান্য মসজিদে ঈদের নামাজে অংশ নেন দেশটির বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে মালয়সহ প্রায় সাতটি দেশের ধর্মপ্রাণ অভিবাসী মুসল্লিরা একসাথে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত আদায় করেন। এ সময় মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীরাও ঈদ উৎসবে অংশ নেন।

ঈদ উপলক্ষে কুয়ালালামপুরের হাংতোয়া মসজিদ আল বোখারি, মসজিদ জামেক, তিতিওয়াংসা বায়তুল মোকাররাম ও কোতারায়া বাংলা মসজিদে ঈদের নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশিরা। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাতের পর মুসল্লিরা একে অপরের সাথে কোলাকুলি করে ঈদ আনন্দ ভাগাভাগি করেন। সকলের মাঝেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে।

ঈদুল ফিতর উপলক্ষে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান দেশটিতে বসবাসরত সকল বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।







সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ