বৃহস্পতিবার ৩০ অক্টোবর ২০২৫ ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শাহরাস্তিতে সিএনজি যাত্রীদের কাছ থেকে ছিনতাইয়ের অভিযোগে ড্রাইভারসহ দুইজন গ্রেফতার

চাঁদপুরের শাহরাস্তিতে সিএনজি চালিত অটোরিকশায় ছিনতাইয়ের অভিযোগে ড্রাইভারসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার চাঁদপুর শহর থেকে যাত্রী নিয়ে শাহরাস্তির উদ্দেশ্যে রওনা দেন অভিযুক্ত সিএনজি ড্রাইভার।

Ad

পথে কালিয়াপাড়া বাজার এলাকায় পৌঁছালে যাত্রীর কাছ থেকে মানিব্যাগসহ নগদ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা।

চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ছিনতাইকারীদের ধরে ফেলে। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে শাহরাস্তি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুইজনকেই আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে শাহরাস্তি থানা পুলিশ।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ওই এলাকায় যাত্রীদের কাছ থেকে ছিনতাইয়ের অভিযোগ বেড়ে যাওয়ায় পুলিশ টহল জোরদার করেছে।