দেশ দেশান্তর,নিউজ ডেস্ক:বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীর নাম ঘোষণা করে মাঠে নামাতে যাচ্ছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি আসনে একজন প্রার্থীকে নিয়ে বিএনপি নির্বাচনী প্রস্তুতি গ্রহণ করবে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি সম্পূর্ণভাবে প্রস্তুত।”
তিনি আরও জানান, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা এখন ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছে এবং কেন্দ্রীয় পর্যায় থেকেও প্রার্থীদের বিষয়ে ‘গ্রিন সিগন্যাল’ দেয়া হচ্ছে। এতে করে আগামী দিনে বিএনপির আন্দোলন ও নির্বাচনী কর্মসূচি আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।রাজনৈতিক অঙ্গনে এ বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।