শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সামরিক প্লেনে পোর্ট সুদান ছাড়বেন বাংলাদেশিরা
প্রকাশ: রবিবার, ০৭ মে ২০২৩, ১১:৪০ পূর্বাহ্ণ

সৌদি আরবের সামরিক উড়োজাহাজে করে ১৩৫ বাংলাদেশি নারী ও শিশুসহ তাদের পরিবারের সদস্যদের পোর্ট সুদান থেকে জেদ্দায় নেওয়া হচ্ছে। সৌদি সরকারের সহায়তায় এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সুদানে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারিক আহমেদ।

সুদানের সেনাবাহিনীর সঙ্গে কত কয়েদিন বেসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট আরএসএফের সংঘর্ষ চলছে। এই সশস্ত্র আরএসএফের নেতৃত্বে রয়েছেন ক্ষমতাধর জেনারেল হামদান দাগালো। সুদানের ক্ষমতা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সেনা ও আরএসেফের মধ্যে এই সংঘাত।

আন্তর্জাতিক চাপে উভয়পক্ষ যুদ্ধবিরতিতে পৌঁছালেও থেমে নেই পাল্টাপাল্টি হামলা। যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পেছনে একে অপরকে দুষছে সেনা ও আরএসএফ। এ পরিস্থিতিতে শহরে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে সরকারগুলো।

এমন পরিস্থিতে প্রায় ৬৫০ বাংলাদেশিকে নিরাপদে সুদান ছেড়ে জেদ্দায় চলে যাচ্ছেন। তারা এখন পোর্ট সুদানে অবস্থান করছেন। খার্তুম থেকে তাদের ৮৫০ কিলোমিটার দূরে পোর্ট সুদানে এর আগে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় সরিয়ে নিয়ে আসা হয়।

বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জানান যে আজকে সৌদি বিমান বাংলাদেশীদের নিয়ে যাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য সুদানে প্রায় ১৫০০ বাংলাদেশি আছে এবং তাদের মধ্যে প্রায় ৭০০ দেশে চলে আসার আগ্রহ প্রকাশ করেছে।

 







সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ