শিমুল অধিকারী সুমন:চাঁদপুরের হাইমচর উপজেলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর এর উদ্যোগে শনিবার দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেপজার সাবেক সদস্য ও স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর এর প্রধান উপদেষ্টা এজেডএম আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সংগঠনের উপদেষ্টা মো: মাহবুব উল আলম এবং প্রাক্তন মহা হিসাব নিয়ন্ত্রক ও সংগঠনের উপদেষ্টা আবুল কালাম আজাদ।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষার সভাপতিত্বে স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর এর সাধারণ সম্পাদক সালেহ আহমেদের এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি নাজমুল আল হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মফিজুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক আবদুল মান্নান শিকদার, হাইমচর মহাবিদ্যালয়ের প্রাক্তন সহকারী অধ্যাপক মোখলেছুর রহমান মুকুল, নীলকমল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফারুকুল ইসলাম, স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ইব্রাহিম খলিল শামীম, ফেনীর সোনাগাজী উপজেলা কৃষি অফিসার মোঃ মাইনউদ্দিন আহমেদ সোহাগ, নির্বাহী পরিষদ সদস্য মোঃ জিল্লুর রহমান জুয়েল, সংগঠনের সাবেক সাধারন সম্পাদক ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নুরে আলম, সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার ও সাবেক সহ সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সভাপতি সরদার মোহাম্মদ সোহেল।
এছাড়াও বক্তব্য রাখেন স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর এর সাবেক সহ সভাপতি মওদুদ হাসান, সাবেক সভাপতি বুলবুল ইসমাইল, মো: এনামুল হক, সাবেক সহ সভাপতি আবু সায়েম ও ফারুকুল ইসলাম।
অনুষ্ঠানে হাইমচর উপজেলার পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও বুয়েটে চান্সপ্রাপ্ত এবং ২০২৪ সালে এসএসসি জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং তাদের লেখাপড়ার পাশাপাশি সমাজকল্যাণমূলক কাজেও অংশ নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা স্মারক প্রদান করা হয়।




আমার কলিজার টুকরোটা কোথায়? নিখোঁজ তামিমকে খুঁজে পেতে চাচা-বাবা-মায়ের আকুতি,
চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ:দুই শতাধিক রোগীর মুখে স্বস্তির হাঁসি
চাঁদপুর সদরের ৭,৮,ও ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন- সম্মেলনে ঐক্যের জোয়ার
প্রাইভেটকার জব্দ হাজীগঞ্জে ভোররাতের চেকপোস্টে গাঁজা ফেনসিডিল ও ইয়াবাসহ ঢাকার যুবক-যুবতী আটক
চাঁদপুরের বিনিময় নাট্ট গোষ্ঠীর সভাপতি বাহার:সম্পাদক কৃষ্ণ গোপাল 