মো,ওমর ফারুক: চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার বলাখাল এলাকায় অবস্থিত বলাখাল মডেল হাফেজিয়া মাদ্রাসা থেকে ১১ বছর বয়সী এক ছাত্র মো. ফারহান আসিফ রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন।
পরিবার ও মাদ্রাসা সূত্রে জানা যায়, আজ শনিবার বেলা ১১টার দিকে ফারহান মাদ্রাসা থেকে বাইরে বের হয়। এরপর থেকে সে আর মাদ্রাসায় ফিরে আসেনি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শিশুটির কোনো সন্ধান মেলেনি, ফলে পরিবার ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।
নিখোঁজ ফারহান আসিফের বয়স মাত্র ১১ বছর। সে স্থানীয়ভাবে পরিচিত ও শান্ত স্বভাবের শিশু হিসেবে সকলের প্রিয় ছিল। মাদ্রাসা থেকে বের হওয়ার পর কোথায় গেছে বা কার সঙ্গে ছিল- সে বিষয়ে কেউ নিশ্চিত কিছু বলতে পারছে না।
পরিবার জানায়, ফারহান বাড়িতেও ফেরেনি। তাঁরা সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও সন্তানের কোনো হদিস পাননি। ইতিমধ্যে স্থানীয় থানায় বিষয়টি জানানো হয়েছে বলে জানিয়েছেন ফারহানের স্বজনরা।
ফারহানের পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে ,“যদি কেউ ফারহান আসিফের সন্ধান পান বা কোনো তথ্য জানতে পারেন, অনুগ্রহ করে নিচের যে কোনো নাম্বারে যোগাযোগ করুন।” 📞 যোগাযোগ: 👉 01816-021974 👉 01851-550517
তাঁর পরিবার বলছে, “আমাদের ছেলেটিকে ফিরে পেতে সবাই দোয়া করুন। কেউ যদি দেখেন, দয়া করে খবর দিন। হয়তো আপনার একটি ফোন কল আমাদের সন্তানকে ফিরিয়ে দিতে পারে।”
স্থানীয় জনসাধারণ ও সামাজিক সংগঠনগুলোও ফারহানের সন্ধান পেতে সহায়তা করার আহ্বান জানিয়েছেন। পুলিশ ও স্বেচ্ছাসেবীরা ইতিমধ্যে এলাকায় অনুসন্ধান চালাচ্ছেন। পরিচিতজন ও শুভাকাঙ্ক্ষীরা দয়া করে এই পোস্টটি সর্বাধিক শেয়ার করুন যাতে শিশুটিকে দ্রুত খুঁজে পাওয়া যায়।তথ্য পেলে নিকটস্থ থানায় বা উপরোক্ত নাম্বারে যোগাযোগ করুন।