মো,ওমর ফারুক,চাঁদপুর:চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের পালিশারা গ্রামে এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২১ জন আহত হন। আহতদের মধ্যে অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয়রা জানান, ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার একটি বিকৃত ছবি শেয়ার করার ঘটনাকে কেন্দ্র করেই এই উত্তেজনার সূত্রপাত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়লে বিএনপি সমর্থকরা ক্ষোভ প্রকাশ করে এবং পরদিন সকালে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করতে গেলে উত্তেজনা চরমে পৌঁছে যায়।
উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব কাজী জসিম অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার রাতে ৯ নং গন্ধর্ব্যপুর ইউনিয়ন জামায়াতের আমির ও পালিশারা শাহমিরান মিরা বাড়ি জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা ইলিয়াস হোসেন তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে বিকৃত ছবিটি পোস্ট করেন। শুক্রবার সকালে এ বিষয়ে জবাব চাইতে গেলে জামায়াতপন্থীরা যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ইউনিয়ন যুবদল নেতা নেছার আহম্মেদসহ কমপক্ষে ১০ জন গুরুতর আহত হন এবং বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
অন্যদিকে উপজেলা জামায়াত নেতা মাওলানা মোজাম্মেল হোসেন পরাণ বিষয়টি স্বীকার করে বলেন, বৃহস্পতিবার রাতেই মাওলানা ইলিয়াস হোসেন বিতর্কিত পোস্টটি মুছে ফেলেন এবং দুঃখ প্রকাশ করে আরেকটি পোস্টও দেন। এ নিয়ে শুক্রবার সকালে মসজিদ কমিটির বৈঠকে বসার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। কিন্তু এর আগেই বিএনপি নেতা নেছার আহম্মেদের নেতৃত্বে হামলা হয় বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্যমতে, ওই সময় সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে গেলে জামায়াতেরও অন্তত ১০ থেকে ১২ জন কর্মী আহত হন।
ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহতদের মধ্যে কয়েকজনকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা বলছেন, একটি ফেসবুক পোস্ট থেকে শুরু হওয়া এই ঘটনার ফলে গ্রামে আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।
একটি বিতর্কিত পোস্ট থেকে শুরু হওয়া ঘটনা কীভাবে ২১ জনের রক্তাক্ত সংঘর্ষে রূপ নিল-এ নিয়ে জনমনে উৎকণ্ঠা ও প্রশ্ন দেখা দিয়েছে। এলাকায় এখনো অশান্ত পরিস্থিতি বিরাজ করছে।