মোঃওমর ফারুক:হাজীগঞ্জে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাছান।
গতকাল হাজীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়ে তিনি উপজেলা জুড়ে কার্যরত সব হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতি কঠোর নির্দেশনা জারি করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাঠানো ওই নির্দেশনায় বলা হয়েছে-উপজেলার সকল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের বিএমডিসি (BMDC) রেজিস্ট্রেশন নম্বর প্রেসক্রিপশন প্যাড, ভিজিটিং কার্ড ও সাইনবোর্ডে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
অসমাপ্ত বা অননুমোদিত ডিগ্রি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। যেমন: PGT, BHS, FCPS (Part-1, Part-2, In-course, Thesis, Course Completed) এবং দেশ-বিদেশের FRCP, FRHS, FICA, FICS, FAMS, FIAGP প্রভৃতি কোর্স বা উপাধি কোনোভাবেই ব্যবহারের অনুমতি থাকবে না।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়- বিশেষজ্ঞ সার্জন (শল্য চিকিৎসক-আধুনিক চিকিৎসাব্যবস্থায় শল্যচিকিৎসক হলেন একজন লাইসেন্সপ্রাপ্ত ডাক্তার যিনি অস্ত্রোপচারে বিশেষজ্ঞ) ও (অবেদনবিদ-যাঁরা অস্ত্রোপচারের “সার্জার”-‘অ্যানেসথেসিওলজিস্ট) ব্যতীত অন্য কোনো চিকিৎসক কোনো প্রকার অস্ত্রোপচার পরিচালনা করতে পারবেন না।
এই নিয়ম অমান্য করলে সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডা. আহমেদ তানভীর হাছান বলেন-স্বাস্থ্যসেবা খাত মানুষের জীবনের সঙ্গে জড়িত। এখানে কোনো প্রকার প্রতারণা, ভুয়া পরিচয় বা অননুমোদিত চিকিৎসা কার্যক্রম বরদাস্ত করা হবে না। জনগণ যেন নিরাপদ, নৈতিক ও মানসম্মত চিকিৎসা পায়- সেটিই আমাদের লক্ষ্য।
প্রেসক্লাবের সভাপতি- খালেকুজ্জামান শামীম ও সাধারণ সম্পাদক-এনায়েত মজুমদারসহ উপস্থিত সাংবাদিকরা এই উদ্যোগকে “সময়ের দাবি ও স্বাস্থ্যখাতে শুদ্ধিকরণ অভিযানের সূচনা” বলে অভিহিত করেন।
এ সময় সাংবাদিকদের উদ্দেশে ডা. তানভীর আহ্বান জানান-আপনারা জনস্বার্থে কাজ করেন, তাই অনিয়ম দেখলে চুপ থাকবেন না। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রতিটি অননুমোদিত স্বাস্থ্যকেন্দ্রের বিরুদ্ধে রিপোর্ট করুন।
উপজেলা স্বাস্থ্য দপ্তরের এ নির্দেশনায় স্থানীয় জনসাধারণের মধ্যে স্বস্তি ও প্রশংসার ঢেউ উঠেছে। অনেকে বলছেন-অবশেষে হাজীগঞ্জের চিকিৎসাখাতে শৃঙ্খলার যুগ শুরু হলো।




অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন চাঁদপুর সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ (কাকন) ‘লড়াই-সংগ্রামের পথ পেরিয়ে এসেছি, মিথ্যা অপবাদে নতি স্বীকার করব না
আমার কলিজার টুকরোটা কোথায়? নিখোঁজ তামিমকে খুঁজে পেতে চাচা-বাবা-মায়ের আকুতি,
চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ:দুই শতাধিক রোগীর মুখে স্বস্তির হাঁসি
চাঁদপুর সদরের ৭,৮,ও ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন- সম্মেলনে ঐক্যের জোয়ার
প্রাইভেটকার জব্দ হাজীগঞ্জে ভোররাতের চেকপোস্টে গাঁজা ফেনসিডিল ও ইয়াবাসহ ঢাকার যুবক-যুবতী আটক 