মোঃওমর ফারুক:হাজীগঞ্জে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাছান।
গতকাল হাজীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়ে তিনি উপজেলা জুড়ে কার্যরত সব হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতি কঠোর নির্দেশনা জারি করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাঠানো ওই নির্দেশনায় বলা হয়েছে-উপজেলার সকল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের বিএমডিসি (BMDC) রেজিস্ট্রেশন নম্বর প্রেসক্রিপশন প্যাড, ভিজিটিং কার্ড ও সাইনবোর্ডে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
অসমাপ্ত বা অননুমোদিত ডিগ্রি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। যেমন: PGT, BHS, FCPS (Part-1, Part-2, In-course, Thesis, Course Completed) এবং দেশ-বিদেশের FRCP, FRHS, FICA, FICS, FAMS, FIAGP প্রভৃতি কোর্স বা উপাধি কোনোভাবেই ব্যবহারের অনুমতি থাকবে না।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়- বিশেষজ্ঞ সার্জন (শল্য চিকিৎসক-আধুনিক চিকিৎসাব্যবস্থায় শল্যচিকিৎসক হলেন একজন লাইসেন্সপ্রাপ্ত ডাক্তার যিনি অস্ত্রোপচারে বিশেষজ্ঞ) ও (অবেদনবিদ-যাঁরা অস্ত্রোপচারের “সার্জার”-‘অ্যানেসথেসিওলজিস্ট) ব্যতীত অন্য কোনো চিকিৎসক কোনো প্রকার অস্ত্রোপচার পরিচালনা করতে পারবেন না।
এই নিয়ম অমান্য করলে সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডা. আহমেদ তানভীর হাছান বলেন-স্বাস্থ্যসেবা খাত মানুষের জীবনের সঙ্গে জড়িত। এখানে কোনো প্রকার প্রতারণা, ভুয়া পরিচয় বা অননুমোদিত চিকিৎসা কার্যক্রম বরদাস্ত করা হবে না। জনগণ যেন নিরাপদ, নৈতিক ও মানসম্মত চিকিৎসা পায়- সেটিই আমাদের লক্ষ্য।
প্রেসক্লাবের সভাপতি- খালেকুজ্জামান শামীম ও সাধারণ সম্পাদক-এনায়েত মজুমদারসহ উপস্থিত সাংবাদিকরা এই উদ্যোগকে “সময়ের দাবি ও স্বাস্থ্যখাতে শুদ্ধিকরণ অভিযানের সূচনা” বলে অভিহিত করেন।
এ সময় সাংবাদিকদের উদ্দেশে ডা. তানভীর আহ্বান জানান-আপনারা জনস্বার্থে কাজ করেন, তাই অনিয়ম দেখলে চুপ থাকবেন না। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রতিটি অননুমোদিত স্বাস্থ্যকেন্দ্রের বিরুদ্ধে রিপোর্ট করুন।
উপজেলা স্বাস্থ্য দপ্তরের এ নির্দেশনায় স্থানীয় জনসাধারণের মধ্যে স্বস্তি ও প্রশংসার ঢেউ উঠেছে। অনেকে বলছেন-অবশেষে হাজীগঞ্জের চিকিৎসাখাতে শৃঙ্খলার যুগ শুরু হলো।




টি-২০ বিশ্বকাপ নিয়ে আইসিসিকে মেইল পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
সৌদি আরবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন চাঁদপুর সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ (কাকন) ‘লড়াই-সংগ্রামের পথ পেরিয়ে এসেছি, মিথ্যা অপবাদে নতি স্বীকার করব না
আমার কলিজার টুকরোটা কোথায়? নিখোঁজ তামিমকে খুঁজে পেতে চাচা-বাবা-মায়ের আকুতি,
চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ:দুই শতাধিক রোগীর মুখে স্বস্তির হাঁসি 