রবিবার ০২ নভেম্বর ২০২৫ ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দ্বিতীয়বারের মতো হাজীগঞ্জ ডিগ্রি কলেজের সভাপতি টোরাগড়ের কৃতি সন্তান মো. জামাল হোসেন মজুমদার

মো.জসিম উদ্দিন,হাজীগঞ্জ: ঐতিহ্যবাহী হাজীগঞ্জ ডিগ্রি কলেজে নতুন গভর্নিং বডি গঠন করা হয়েছে। সম্প্রতি ঘোষিত ১৫ সদস্য বিশিষ্ট এই কমিটিতে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব (অব.) মো. জামাল হোসেন মজুমদার। তিনি হাজীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের টোরাগড় গ্রামের মজুমদার বাড়ির কৃতি সন্তান।

বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্য সচিব মোহাম্মদ মুযযাম্মেল হুসাইন।

Ad

পুনর্নির্বাচিত সভাপতি মো. জামাল হোসেন মজুমদার বলেন– “হাজীগঞ্জ ডিগ্রি কলেজ আমার গর্বের প্রতিষ্ঠান। এর সার্বিক উন্নয়ন, শিক্ষা মানোন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতির জন্য নিরলসভাবে কাজ করে যেতে চাই।”

তিনি আরও যোগ করেন-“গরিব ও মেধাবী শিক্ষার্থীরা যেন অর্থাভাবে শিক্ষাজীবন থেকে ঝরে না পড়ে, সেদিকে বিশেষ নজর থাকবে। শিক্ষা শুধু প্রাপ্য নয়, এটি অধিকার—আমি চাই এই অধিকার প্রতিটি শিক্ষার্থীর হাতে পৌঁছাক।”

 

গঠিত গভর্নিং বডির অন্যান্য সদস্যরা হলেন:দাতা সদস্য আলহাজ্ব মো. আব্দুল মান্নান, হিতৈষী সদস্য এম.এ. বাশার, প্রতিষ্ঠাতা সদস্য মো. মঞ্জুর হোসেন মজুমদার, বিদ্যোৎসাহী সদস্য এস.এম. আক্তার হোসেন, মোস্তফা মজুমদার সুমন, মো. এমরান হোসেন ও মো. মিজানুর রহমান সজিব।

অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন মো. কামরুল হাসান, মো. মিজানুর রহমান, মো. আব্দুল হান্নান মুন্সী এবং শিক্ষক প্রতিনিধি হিসেবে মোহাম্মদ মাকছুদুর রহমান, বিলকিস আরা বেগম ও মো. আনিছুর রহমান।

হাজীগঞ্জ ডিগ্রি কলেজের নবগঠিত এই গভর্নিং বডি নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে নতুন উদ্দীপনা ও প্রত্যাশার সঞ্চার হয়েছে।