রবিবার ১২ অক্টোবর ২০২৫ ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

হাজীগঞ্জ পৌর এলাকায় স্বাস্থ্য সুরক্ষার নতুন অধ্যায়ের সূচনা-টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫

মোঃজসিম উদ্দিন:চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌরসভায় আজ অনুষ্ঠিত হলো “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫”-এর উদ্বোধনী অনুষ্ঠান। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এই ক্যাম্পেইনের লক্ষ্য— পৌর এলাকার ০৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশুদের ০১ ডোজ টিসিভি (Typhoid Conjugate Vaccine) প্রদান নিশ্চিত করা।

অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব মো. ইবনে আল জায়েদ হোসেন, প্রশাসক, হাজীগঞ্জ পৌরসভা ও উপজেলা নির্বাহী অফিসার, হাজীগঞ্জ।

Ad

তিনি বলেন, “প্রতিটি শিশুই জাতির ভবিষ্যৎ। টাইফয়েড প্রতিরোধে এই টিকাদান কর্মসূচি একটি যুগান্তকারী পদক্ষেপ। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতেই এ ধরনের ক্যাম্পেইনের উদ্যোগ নেওয়া হয়েছে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, হাজীগঞ্জ, যিনি টিকাদান কার্যক্রমের গুরুত্ব ও প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন,জনাব মোঃ তোফায়েল আহাম্মদ, পৌর নির্বাহী কর্মকর্তা (“ক” শ্রেণী), হাজীগঞ্জ পৌরসভা।
তিনি বলেন, “টাইফয়েড প্রতিরোধে টিসিভি ভ্যাকসিন অত্যন্ত কার্যকর। পৌর প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে শিশুর সুস্থ ভবিষ্যৎ গঠনের এই প্রচেষ্টা সফলভাবে এগিয়ে যাবে বলে আমরা আশাবাদী।”

ক্যাম্পেইনের উদ্বোধনের মধ্য দিয়ে হাজীগঞ্জ পৌরসভা জেলাব্যাপী একটি স্বাস্থ্য সচেতনতার বার্তা পৌঁছে দিল।
এটি কেবল টিকাদান নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, রোগমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার।