বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদপুরের হাজীগঞ্জে স্কুলের বকেয়া টাকা পরিশোধ করতে না পেরে স্কুল ছাত্রীর আত্মহনন
প্রকাশ: বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:১৬ অপরাহ্ণ

মো জসীম উদ্দীন: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কূল ইউনিয়নের কোন্দরা গ্রামে স্কুলের বকেয়া টাকা পরিশোধ করতে না পেরে জান্নাতুল মাওয়া (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে।বুধবার (২৭ নভেম্বর) সকাল ৮টার দিকে জান্নাতুল কীটনাশক পান করে। পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। চাঁদপুর যাওয়ার পথে তার মৃত্যু হয়।

জান্নাতুল স্থানীয় বেলচোঁ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। তার পরিবার জানিয়েছে, স্কুলের পরীক্ষার বকেয়া ফি পরিশোধ না হওয়ায় সে পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে দুশ্চিন্তায় ছিল।জান্নাতুলের বাবা মনির হোসেন জানান, “আমার মেয়ে শারীরিকভাবে অসুস্থ ছিল এবং পড়াশোনায় একটু পিছিয়ে। আমি তাকে বলেছিলাম, আরও এক বছর এই ক্লাসে থাকতে হবে। পারিবারিক অসচ্ছলতার কারনে নির্দিষ্ট সময়ে পরীক্ষার ফি জমা দেওয়া হয়নি, তাই আগামীকাল তার পরীক্ষা অনিশ্চিত ছিল। আজ সকালে (বুধবার) টাকা নিয়ে তাকে দেওয়ার আগেই সে এমন ঘটনা ঘটিয়েছে।”

স্থানীয় বাসিন্দারা জানান, জান্নাতুলের বাবা মনির হোসেন পরীক্ষার ফি পরিশোধের জন্য টাকা সংগ্রহ করেছিলেন এবং এদিনই স্কুলে জমা দেওয়ার কথা ছিল। কিন্তু বাবার কাছ থেকে টাকা পাওয়ার আগেই জান্নাতুল কীটনাশক পান করে আত্মহত্যা করে।এবিষয়ে বেলচোঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএইচ এম খোরশেদ আলম মুঠোফোনে জানান, এমন অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তবে কিছু শ্রেণী শিক্ষক বকেয়া বেতন ও পরীক্ষার ফি’ তাদের কাছে চেয়ে থাকে। কাউকে বের করে দেয়া বা দাঁড় করিয়ে রাখার তথ্য আমার জানা নেই।এ বিষয়ে হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) মিন্টু দত্ত বলেন, “আমরা ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করেছি। বিষয়টি খুবই মর্মান্তিক। পরিবারের অভিযোগ ও ঘটনার কারণ সম্পর্কে তদন্ত চলছে।”

উল্লেখ্য যে, মৃত জান্নাতুল মাওয়ার সুরতহাল রিপোর্ট তৈরি করেন এসআই রফিকুল ইসলাম। পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসনের নিকট ময়নাতদন্ত না করার আবেদন প্রেরণ করা হয়। আবেদনের প্রেক্ষিতে পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।







সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ