বৃহস্পতিবার ৩০ অক্টোবর ২০২৫ ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যায় মাঈনুদ্দিন তপুর নেতৃত্বে প্রতিবাদ সভা ও মানববন্ধন

নিউজ ডেস্ক:গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যায় মাঈনুদ্দিন তপুর নেতৃত্বে প্রতিবাদ সভা ও মানববন্ধন গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

৮ এপ্রিল হাজীগঞ্জ বাজারে এ প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।একইসাথে শহীদ এবং যুদ্ধাহত ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বিশ্বব্যাপী ‘দ্যা ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেছে। হাজীগঞ্জ পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাঈনুদ্দিন তপুর নেতৃত্বের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Ad

এ সময় মাঈনুদ্দিন তপু বলেন, এ প্রতিবাদ সমাবেশ থেকে ফিলিস্তিনের উপর ইসরাইল বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, সেই সাথে সকল মুসলমান দেশ ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করছি এবং প্রতিবাদের নামে দেশ ব্যাপী যে লুটতরাজ হচ্ছে এর তীব্র নিন্দাও জানানো হয়।