নিউজ ডেস্ক:ভবিষ্যতের স্বপ্ন আর পরিবারের অভাব ঘোচাতে রাশিয়ার পথে পা বাড়িয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার যুবক মোহাম্মদ আকরাম হোসেন (২৫)। কিন্তু তার সেই স্বপ্নপূরণ হয়নি, বরং ইউক্রেন যুদ্ধে রুশ সেনাবাহিনীর হয়ে লড়াই করতে গিয়ে প্রা ণ হারিয়েছেন তিনি।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে রাশিয়া থেকে আকরামের এক সহযোদ্ধা তার পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করে মৃ ত্যু র খবর জানান।
আকরাম হোসেন আশুগঞ্জ উপজেলার হোসেনপুর গ্রামের দিনমজুর মোরশেদ মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১১ মাস আগে ধারদেনা করে রাশিয়ায় পাড়ি জমান আকরাম। প্রথমে একটি চায়না কোম্পানিতে ওয়েল্ডার হিসেবে কাজ করলেও বেতন কম হওয়ায় এক পর্যায়ে দালালের প্রলোভনে পড়ে রুশ সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে যোগ দেন তিনি।




প্রাইভেটকার জব্দ হাজীগঞ্জে ভোররাতের চেকপোস্টে গাঁজা ফেনসিডিল ও ইয়াবাসহ ঢাকার যুবক-যুবতী আটক
চাঁদপুরের বিনিময় নাট্ট গোষ্ঠীর সভাপতি বাহার:সম্পাদক কৃষ্ণ গোপাল
বিএনপি ক্ষমতায় আসলে চান্দ্রা ইউনিয়নে ব্যাপক উন্নয়ন মূলক কাজ হবে-গিয়াস উদ্দিন মিন্টু মাঝি
পুকুরে ডুবে প্রাণ গেল ৮ বছরের ফারদিনের:শিক্ষক পিতার কোলে নিথর দেহ
মালয়েশিয়ায় বাংলাদেশি যুবককে অবৈধভাবে আটকে রাখার দায়ে চারজনের কারাদণ্ড ও জরিমানা 
দলিল লেখার সময় অসাবধানতা হতে পারে বিপদ! – ক্রেতার জন্য জরুরি ১১টি সচেতনতামূলক নির্দেশনা