নিজস্ব প্রতিনিধি:হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে চলমান এসএসসি পরিক্ষা কেন্দ্র নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাস নিয়ে কেন্দ্র সচিব দীপক চন্দ্র দাশ বিবৃতি দিয়েছেন।
তিনি তার লিখিত বিবৃতিতে বলেন, গত ২০ এপ্রিল রবিবার সংবাদকর্মী গাজী মহিউদ্দিন নামক আইডি থেকে হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষা কেন্দ্রের পারিপার্শ্বিক অবস্থা এবং ২১ এপ্রিল অনুষ্ঠিতব্য গণিত বিষয়ে যেন কোন শিক্ষার্থী অসদুপায় অবলম্বন না করে, এমন একটি সতর্কীকরন পোস্ট প্রদান করেন। তার এই পোস্টের খেসারত দিতে হচ্ছে কেন্দ্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের এবং কেন্দ্রের সুনাম দারুনভাবে ক্ষুন্ন হয়। তিনি কেন্দ্রের সাথে জড়িত এবং দায়িত্বপ্রাপ্ত কোন কর্মকর্তার নিকট হতে কোনো তথ্য সংগ্রহ করেননি।
তিনি আরো বলেন, তথ্যানুসন্ধানে জানা যায়, পোস্টদাতা ঢাকায় থাকেন। তাই তাকে তথ্য প্রদানকারী উদ্দেশ্যমূলক এবং ষড়যন্ত্রমূলক ভাবে অসত্য তথ্য প্রদান করেন। পার্শ্ববর্তী কেন্দ্রের দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্য এমন পোস্ট প্রদান করা হয়েছে বলে আমি মনে করি।
তিনি উল্লেখ্য করে আরো বলেন, যে চলিত ২০২৫ খ্রিঃ এর অত্র কেন্দ্রের এসএসসি পরীক্ষা শতভাগ নকলমুক্ত, অবাধ ও স্বচ্ছভাবে অনুষ্ঠিত হচ্ছে। এ কেন্দ্রের ভিতরে ও বাইরে আমার জানামতে কোন অনিয়ম সংঘটিত হয়নি। যা অত্র কেন্দ্রের পরীক্ষার্থী, কক্ষ পর্যবেক্ষক এবং দায়িত্বরত কর্মকর্তাবৃন্দ সাক্ষ্য দিবেন। তদুপরি কেন্দ্রের অভ্যন্তরে বিদ্যমান সিসি ক্যামেরা তার স্বাক্ষ্য বহন করে।
তাই আমি উক্ত পোস্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং উক্ত পোস্ট প্রত্যাহারপূর্বক নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহ্বান জানাচ্ছি। অন্যথায় তার বিরুদ্ধে কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহনে বাধ্য হবে বলে জানান।




আমার কলিজার টুকরোটা কোথায়? নিখোঁজ তামিমকে খুঁজে পেতে চাচা-বাবা-মায়ের আকুতি,
চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ:দুই শতাধিক রোগীর মুখে স্বস্তির হাঁসি
চাঁদপুর সদরের ৭,৮,ও ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন- সম্মেলনে ঐক্যের জোয়ার
প্রাইভেটকার জব্দ হাজীগঞ্জে ভোররাতের চেকপোস্টে গাঁজা ফেনসিডিল ও ইয়াবাসহ ঢাকার যুবক-যুবতী আটক
চাঁদপুরের বিনিময় নাট্ট গোষ্ঠীর সভাপতি বাহার:সম্পাদক কৃষ্ণ গোপাল 