বৃহস্পতিবার ৩০ অক্টোবর ২০২৫ ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুর কচুয়ায় যৌথবাহিনীর অভিযানে ব্ল্যাকমেইলিং মামলার আসামি গ্রেফতার

মো,ওমর ফারুক,চাঁদপুর:চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় যৌথবাহিনীর অভিযানে তালিকাভুক্ত এক দুষ্কৃতিকারীকে গ্রেফতার করা হয়েছে।

গত ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে চাঁদপুর জেলাজুড়ে যৌথবাহিনীর নেতৃত্বে সন্ত্রাস, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালিত হচ্ছে। এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে আজ ৬ জুন ২০২৫ তারিখ দুপুর ১২টা ৫৫ মিনিটে (১২৫৫ ঘটিকা) গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প ও হাজীগঞ্জ থানা পুলিশের যৌথ দল কচুয়া উপজেলার মালাচোয়া এলাকায় অভিযান পরিচালনা করে।

Ad

অভিযানে মোঃ রবিউল সরকার (২২) নামক একজন তালিকাভুক্ত দুষ্কৃতিকারীকে গ্রেফতার করা হয়, যার বিরুদ্ধে কচুয়া থানায় ব্ল্যাকমেইলিং সংক্রান্ত একাধিক অভিযোগ দায়ের রয়েছে।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, রবিউল সরকার দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রমে জড়িত এবং স্থানীয়ভাবে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছিল। তার বিরুদ্ধে স্থানীয় ভুক্তভোগীরা একাধিকবার অভিযোগ জানালেও এতদিন সে ধরাছোঁয়ার বাইরে ছিল।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রবিউলকে হাজীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া অনুসরণ করে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

স্থানীয় জনসাধারণ যৌথবাহিনীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, “অপরাধী যতই প্রভাবশালী হোক না কেন, এ ধরনের অভিযান জননিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রশংসনীয়।”

চাঁদপুর জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় যৌথবাহিনীর এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।