নিউজ ডেস্কঃ রাষ্ট্রদ্রোহের অভিযোগে আবারো চার দিনের রিমান্ডে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নুরুল হুদা। শুক্রবার (২৭ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত এ আদেশ দেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
জানা যায়, রাজধানীর শেরেবাংলা নগর থানার মামলায় গত ২২ জুন গ্রেফতার হন নুরুল হুদা। তার বিরুদ্ধে অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব ‘পালন না করে’ উল্টো ‘ভয়-ভীতি দেখিয়ে’ জনগণের ভোট ছাড়াই নির্বাচন সম্পন্ন করা। পরবর্তীতে গত ২৫ জুন এ মামলায় নতুন করে রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও অর্থ আত্মসাতের ধারা যুক্ত করা হয়।
এর আগে সোমবার (২৩ জুন) সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনে অনিয়ম-কারচুপির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারকে আসামি করে রোববার (২২ জুন) রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি মামলা করে বিএনপি। মামলায় মোট ২৪ জনকে আসামি করা হয়েছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহউদ্দিন খান বাদী হয়ে এ মামলা করেন।




প্রাইভেটকার জব্দ হাজীগঞ্জে ভোররাতের চেকপোস্টে গাঁজা ফেনসিডিল ও ইয়াবাসহ ঢাকার যুবক-যুবতী আটক
চাঁদপুরের বিনিময় নাট্ট গোষ্ঠীর সভাপতি বাহার:সম্পাদক কৃষ্ণ গোপাল
বিএনপি ক্ষমতায় আসলে চান্দ্রা ইউনিয়নে ব্যাপক উন্নয়ন মূলক কাজ হবে-গিয়াস উদ্দিন মিন্টু মাঝি
পুকুরে ডুবে প্রাণ গেল ৮ বছরের ফারদিনের:শিক্ষক পিতার কোলে নিথর দেহ
মালয়েশিয়ায় বাংলাদেশি যুবককে অবৈধভাবে আটকে রাখার দায়ে চারজনের কারাদণ্ড ও জরিমানা 
দলিল লেখার সময় অসাবধানতা হতে পারে বিপদ! – ক্রেতার জন্য জরুরি ১১টি সচেতনতামূলক নির্দেশনা