মোঃওমর ফারুক,চাঁদপুর:চাঁদপুর জেলায় অপরাধ দমন ও মাদক নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১টা ০৭ মিনিটে হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে কচুয়া উপজেলার কোয়া এলাকা থেকে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন-মানিক (২২) ও মনির (২৩)। এসময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
যৌথ বাহিনী জানায়, স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এ দুজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আটককৃত আসামি ও উদ্ধারকৃত ইয়াবা আইনি প্রক্রিয়ার জন্য কচুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আর্মি ক্যাম্পের এক সিনিয়র অফিসার গণমাধ্যমকে বলেন.. “বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষায় এবং জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। অপরাধী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান চলমান থাকবে।”




অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন চাঁদপুর সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ (কাকন) ‘লড়াই-সংগ্রামের পথ পেরিয়ে এসেছি, মিথ্যা অপবাদে নতি স্বীকার করব না
আমার কলিজার টুকরোটা কোথায়? নিখোঁজ তামিমকে খুঁজে পেতে চাচা-বাবা-মায়ের আকুতি,
চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ:দুই শতাধিক রোগীর মুখে স্বস্তির হাঁসি
চাঁদপুর সদরের ৭,৮,ও ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন- সম্মেলনে ঐক্যের জোয়ার
প্রাইভেটকার জব্দ হাজীগঞ্জে ভোররাতের চেকপোস্টে গাঁজা ফেনসিডিল ও ইয়াবাসহ ঢাকার যুবক-যুবতী আটক 