বৃহস্পতিবার ৩০ অক্টোবর ২০২৫ ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

মোঃওমর ফারুক,চাঁদপুর:চাঁদপুর জেলায় অপরাধ দমন ও মাদক নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১টা ০৭ মিনিটে হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে কচুয়া উপজেলার কোয়া এলাকা থেকে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন-মানিক (২২) ও মনির (২৩)। এসময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

Ad

যৌথ বাহিনী জানায়, স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এ দুজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আটককৃত আসামি ও উদ্ধারকৃত ইয়াবা আইনি প্রক্রিয়ার জন্য কচুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আর্মি ক্যাম্পের এক সিনিয়র অফিসার গণমাধ্যমকে বলেন.. “বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষায় এবং জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। অপরাধী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান চলমান থাকবে।”